Poushkali Puja Date, Time & Rituals: আজ পৌষকালী পুজো! কত ক্ষণ আছে সোমবতী অমাবস্যা? পুণ্যতিথিতে দেবীর পায়ে এই মরশুমি সবজি নিবেদনে কপালে অর্থবৃষ্টি! কাটবে দুর্ভোগ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Poushkali Puja Date, Time & Rituals:পৌষ অমাবস্যা তিথিতে পুজো করা হয় পৌষকালী দেবীর। সোমবারে পড়েছে বলে একে বলা হয় সোমবতী অমাবস্যা। ফলে এর গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটা
advertisement
1/7

আজ, সোমবার পৌষ অমাবস্যা। এ সময় আমগাছে মুকুল আসার প্রক্রিয়া শুরু হয়। তাই একে বকুল অমাবস্যাও বলা হয়। আমের মুকুল থেকেই বকুল শব্দটি এসেছে।
advertisement
2/7
পৌষ অমাবস্যা তিথিতে পুজো করা হয় পৌষকালী দেবীর। সোমবারে পড়েছে বলে একে বলা হয় সোমবতী অমাবস্যা। ফলে এর গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটা। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
3/7
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে সোমবার অমাবস্যা আছে রাত ৩.৫৭ পর্যন্ত। অন্য পঞ্জিকা অনুযায়ী এই পুণ্যতিথি রয়েছে গভীর রাত ৪.০৮ পর্যন্ত।
advertisement
4/7
পৌষকালীর পুজোয় অত্যাবশ্যকীয় হল ১২ টি লালজবা বা রক্তজবা ফুল, ১২ টি বেলপাতা, লাল সিঁদুর, মুলো, কমলালেবু এবং নতুন গুড়ের মিষ্টি৷
advertisement
5/7
পৌষকালী পুজোর দিন সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বসনে মা কালীর ছবির সামনে এই অর্ঘ্যগুলি নিবেদন করুন৷ দেবীর বিগ্রহ বা ছবির সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷
advertisement
6/7
পৌষকালী পুজোয় দেবীর পায়ে মুলো নিবেদন করতে ভুলবেন না এই তিথিতে। এই মরশুমি সবজি মূল উপকরণ এই পুজোর। বলা হয়, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পৌষকালীর পুজো করলে পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা৷ দূর হয় পারিবারিক অশান্তি৷ অশুভ শক্তি দূর হয়ে সংসারে আসে অর্থবৃষ্টি৷
advertisement
7/7
পুণ্যস্নান ও দানধ্যানের জন্য এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ আমগাছকেও পুজো করা হয় এই পুণ্যতিথিতে৷ ( সব ছবি : সোশ্যাল মিডিয়া)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poushkali Puja Date, Time & Rituals: আজ পৌষকালী পুজো! কত ক্ষণ আছে সোমবতী অমাবস্যা? পুণ্যতিথিতে দেবীর পায়ে এই মরশুমি সবজি নিবেদনে কপালে অর্থবৃষ্টি! কাটবে দুর্ভোগ