Poushkali Puja on Bakul Amavasya: বকুল অমাবস্যায় পৌষকালী পুজো! মায়ের পায়ে মরশুমি এই ফল ও সবজি নিবেদন করলেই পূর্ণ মনের সকল ইচ্ছে! হবে অর্থবৃষ্টি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Poushkali Puja on Bakul Amavasya: পুণ্য স্নান ও দানধ্যানের জন্য এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ পৌষ অমাবস্যা ছাড়াও এই মাসে শনি ও মঙ্গলবার কালীপুজো করা হয়৷
advertisement
1/7

আসছে বছরের শেষ অমাবস্যা৷ আগামী ৩০ ডিসেম্বর পালিত হবে পৌষ অমাবস্যা৷ সোমবার পড়েছে বলে একে বলা হয় সোমবতী অমাবস্যা৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি৷
advertisement
2/7
পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যাও বলা হয়৷ এই সময় থেকে আমগাছে মুকুল আসে৷ এই মুকুল থেকেই এসেছে বকুল শব্দটি৷ এই দিনে কী করবেন, বলেছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম৷
advertisement
3/7
পৌষ অমাবস্যা ছাড়াও এই মাসে শনি ও মঙ্গলবার কালীপুজো করা হয়৷ পৌষকালী পুজোর মূল উপকরণ মুলো৷
advertisement
4/7
পুণ্য স্নান ও দানধ্যানের জন্য এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ আমগাছকেও পুজো করা হয় এই পুণ্যতিথিতে৷
advertisement
5/7
পৌষকালীর পুজোয় অত্যাবশ্যকীয় হল ১২ টি লালজবা বা রক্তজবা ফুল, ১২ টি বেলপাতা, লাল সিঁদুর, মুলো, কমলালেবু এবং নতুন গুড়ের মিষ্টি৷
advertisement
6/7
পৌষকালী পুজোর দিন সন্ধ্যায় স্নান সেরে শুদ্ধ বসনে মা কালীর ছবির সামনে এই অর্ঘ্যগুলি নিবেদন করুন৷ দেবীর বিগ্রহ বা ছবির সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷
advertisement
7/7
বলা হয়, নিয়ম মেনে নিষ্ঠা ভরে পৌষকালীর পুজো করলে পূর্ণ হয় সকল মনোবাঞ্ছা৷ দূর হয় পারিবারিক অশান্তি৷ অশুভ শক্তি দূর হয়ে সংসারে আসে অর্থবৃষ্টি৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poushkali Puja on Bakul Amavasya: বকুল অমাবস্যায় পৌষকালী পুজো! মায়ের পায়ে মরশুমি এই ফল ও সবজি নিবেদন করলেই পূর্ণ মনের সকল ইচ্ছে! হবে অর্থবৃষ্টি