Poush Maas Totka: পৌষ মাস পড়ে গেছে, সূর্যদেবকে প্রণাম করে, করুন বিষ্ণুদেবের অর্চনা, আপনার বিত্তে নজর দেয় ক্ষমতা কার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Poush Maas Totka: নিয়মিত অর্ঘ্য দিন সূর্য দেবকে, পুজো করুন ভগবান বিষ্ণুর! টাকা রাখার জায়গা থাকবে না ঘরে,এমনটা করলে রাশিতে সূর্যের প্রভাব বৃদ্ধি পায়। সমস্ত কাজের শুভ ফল পাওয়া যায়।
advertisement
1/5

হিন্দু ধর্মে পৌষ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসটিকে অনেকেই লক্ষ্মী মাস বলে বিভিন্ন নিয়ম আচার পালন করেন। কিন্তু জ্যোতিষ পরান গোস্বামী বলছেন, দেবী লক্ষ্মীর পাশাপাশি পৌষ মাসে সূর্যদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়।
advertisement
2/5
তিনি জানিয়েছেন, পৌষ মাসে সকালে উঠে প্রত্যেকদিন অবশ্যই তামার পাত্রে জল ভরে, তাতে লাল ফুল ও, লাল চন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করা উচিত। এমনটা করলে রাশিতে সূর্যের প্রভাব বৃদ্ধি পায়। সমস্ত কাজের শুভ ফল পাওয়া যায়।
advertisement
3/5
পরান বাবু জানিয়েছেন, পৌষ মাস মানেই শীতকাল। এই সময় গরম পোশাক কম্বল ইত্যাদি দান করা উচিত। পাশাপাশি এই সময় চিনি বা নোনতা খাওয়ার পরিমাণ কমিয়ে গুড় খাওয়া শুভ ফলদায়ী হয়।
advertisement
4/5
তিনি আরও বলছেন, পৌষ মাসে দেবী লক্ষীর আরাধনা করা হয় অনেক বাড়িতেই। তাছাড়া এই সময় অনেক জায়গায় ধান্যলক্ষীর পুজো করা হয়। পৌষ মাসে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার নিরামিষ খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
advertisement
5/5
পরান বাবু জানিয়েছেন, পৌষ মাসের যে কোনও বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর ছবির সামনে একটি হলুদের গাঁট রেখে বেসনের লাড্ডু ভোগ দিয়ে তার পুজো করতে হবে। এরপর সেই হলুদের গাঁটটি হাতে ধারণ করতে হবে। এমনটা করলে পোখরাজ রত্নধারণের সমান ফল পাওয়া যাবে। ব্যবসায় উন্নতি হবে। ধন বৃষ্টি হবে বাড়িতে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poush Maas Totka: পৌষ মাস পড়ে গেছে, সূর্যদেবকে প্রণাম করে, করুন বিষ্ণুদেবের অর্চনা, আপনার বিত্তে নজর দেয় ক্ষমতা কার