Poush Amavasya Rituals: আসছে পৌষের সোমবতী অমাবস্যা! বছরের শেষ অমানিশায় এই ছোট্ট কাজেই সন্তুষ্ট যমরাজ! দূর আপনার কষ্ট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Poush Amavasya Rituals: এই তিথিতে কোন কোন জিনিস দান করলে লাভবান হবেন, সংসার থেকে অশুভ শক্তি দূর হয়ে আনন্দের বান ডাকবে জেনে নিন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্ত হয়ে জীবনে সুখী হওয়া যায়
advertisement
1/6

আগামী ৩০ ডিসেম্বর পালিত হবে পৌষ অমাবস্যা। সেদিন সোমবার পড়ায় এর গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। সোমবতী অমাবস্যায় বিশেষ কিছু রীতি পালন করলে, দানধ্যান করলে সংসারে খুশির জোয়ার আসে।
advertisement
2/6
এই তিথিতে কোন কোন জিনিস দান করলে লাভবান হবেন, সংসার থেকে অশুভ শক্তি দূর হয়ে আনন্দের বান ডাকবে জেনে নিন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্ত হয়ে জীবনে সুখী হওয়া যায়। বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
3/6
৩০ ডিসেম্বর, সোমবার বছরের শেষ অমাবস্যা শুরু হচ্ছে ভোর ৪.০২ মিনিটে৷ এই তিথি থাকবে ৩১ ডিসেম্বর ভোর ৩.৫৬ মিনিট পর্যন্ত৷
advertisement
4/6
পৌষ অমাবস্যায় চিনাবাদাম, গম, গুড় এবং তামা দান করতে পারেন, তাহলে শুভ এবং পুণ্যফল লাভ করা যায়। এই তিথিতে কর্পূর, চাল, দুধ এবং ঘি দান করলে দাম্পত্যজীবনে সুখী হওয়া যায়।
advertisement
5/6
পৌষের সোমবতী অমাবস্যায় নদীতে দান করুন একটি প্রদীপ। তাহলে যমরাজ সন্তুষ্ট হন। কথিত, এর ফলে মৃত্যুর পর যমলোকে বেশি কষ্ট ভোগ করতে হয় না।
advertisement
6/6
এই তিথিতে দরিদ্রদের জুতো ও চটি দান করতে হয়। তাহলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়। পৌষ অমাবস্যায় জামাকাপড় দান করলেও পূর্বপুরুষরা খুশি হন। মুক্ত হন পিতৃদোষ থেকে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poush Amavasya Rituals: আসছে পৌষের সোমবতী অমাবস্যা! বছরের শেষ অমানিশায় এই ছোট্ট কাজেই সন্তুষ্ট যমরাজ! দূর আপনার কষ্ট