Bengali New Year: আর দেরি নেই! চৈত্র সংক্রান্তিতে খেতেই হবে এই একটি জিনিস, কপাল খুলে যাবে! নামটা জানেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
একদিকে যেমন সবরকম দুঃখ-দুর্দশা বছরের শেষ দিনে পিছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়া, তেমনই জীবনের চলার পথে মিষ্টি-টক-তেতো সবরকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপক হল পাঁচন খাওয়ার রীতি৷
advertisement
1/7

সংক্রান্তির দিন দই-চিঁড়া খেতে পারেন। দই অত্যন্ত শুভ বলে গন্য করা হয়। এমনকি দই হজমের জন্য খুব ভাল। এই পবিত্র দিনে তাই দই-চিঁড়া খান, আশীর্বাদ মিলবে।
advertisement
2/7
সংক্রান্তিতে দরিদ্রদের কখনওই খালি হাতে ফিরিয়ে দেবেন না। দরজায় আগত ভিক্ষাজীবীকে নিরাশ করবেন না। কাউকে অপমান করবেন না।
advertisement
3/7
সংক্রান্তির দিন খিচুড়ি রান্না করে খেতে পারেন বাড়িতে।
advertisement
4/7
তবে চৈত্র সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পাঁচন৷ টক, ঝাল, নোনতা, মিষ্টি, তেতো সব রকম স্বাদ মিলিয়ে তৈরি হয় পাঁচন৷ সব রকম সব্জি, শাক, বীজ, ডাল দিয়ে রান্না সুস্বাদু পাঁচন খাওয়ার কারণটাও খুব সুন্দর৷
advertisement
5/7
একদিকে যেমন সবরকম দুঃখ-দুর্দশা বছরের শেষ দিনে পিছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়া, তেমনই জীবনের চলার পথে মিষ্টি-টক-তেতো সবরকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপক হল পাঁচন খাওয়ার রীতি৷
advertisement
6/7
চৈত্র মাসের গরমে শরীর সুস্থ রাখতে, রোগভোগ দূর করতেও সাহায্য করে সব স্বাদের মিশেলে তৈরি পাঁচন৷
advertisement
7/7
বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bengali New Year: আর দেরি নেই! চৈত্র সংক্রান্তিতে খেতেই হবে এই একটি জিনিস, কপাল খুলে যাবে! নামটা জানেন?