TRENDING:

Poila Boisakh Astro Tips: আজ পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়ির দরজায় ছোট্ট কাজ! রাতে রুটি তৈরির আগে আটায় মেশান এটা! টের পাবেন না অভাব! হবে অর্থবৃষ্টি

Last Updated:
Poila Boisakh Astro Tips: স্নানের জলে মিশিয়ে নিন কিছুটা গঙ্গাজল৷ স্নানের আগে গায়ে রক্তচন্দন লেপন করুন৷ অনেক বাড়িতে রীতি আছে স্নানের আগে শিলনোড়ায় নিমপাতা আর কাঁচা হলুদ বেটে মাখার
advertisement
1/9
আজ সন্ধ্যায় দরজায় ছোট্ট কাজ! রাতে রুটির আটায় মেশান এটা! উধাও অভাব! হবে টাকার বৃষ্টি বৃষ
সারা বছর ভাল থাকতে বিশেষ গুরুত্ব দিন পয়লা বৈশাখ দিনটিতে৷ বছরের প্রথম দিন পালন করুন কিছু জ্যোতিষ টোটকা৷ মনে করা হয় এর ফলে আনন্দের আতিশয্যে কাটবে বছরের বাকি দিনগুলি৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
2/9
নববর্ষের প্রথম দিন চেষ্টা করুন ঘুম থেকে উঠে পড়তে৷ তার পর গঙ্গাস্নান করুন৷ সম্ভব না হলে স্নানের জলে মিশিয়ে নিন কিছুটা গঙ্গাজল৷ স্নানের আগে গায়ে রক্তচন্দন লেপন করুন৷ অনেক বাড়িতে রীতি আছে স্নানের আগে শিলনোড়ায় নিমপাতা আর কাঁচা হলুদ বেটে মাখার৷
advertisement
3/9
স্নানের পর তামার পাত্রে গঙ্গাজল, আখের গুড় নিয়ে তাতে লালফুল রেখে অর্ঘ্য দিন সূর্যদেবকে৷ এতে পুণ্য সঞ্চিত হয়৷ এই দিন কাউকে ধার দেবেন না, ধার নেবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া করবেন না৷
advertisement
4/9
পয়লা বৈশাখে তীর্থস্থানে যেতে পারেন৷ বাড়িতে আরাধ্য দেবতার পুজো করুন৷ মঙ্গলবার বলে হনুমানজীকে নিবেদন করুন গুড় এবং ছোলা৷ আরাধ্য দেবীদের অর্পণ করুন লালফুলের মালা৷
advertisement
5/9
পয়লা বৈশাখের দিন বাড়িতে আনুন কাঁঠালি কলা এবং তরমুজ৷ আহার্যেও রাখুন এই দুই ফল৷ এই দিন তিতো খেতে ভুলবেন না৷ সজনেডাঁটা, নটেশাক, কাঁচা আম, এঁচোড়ের পদ রাঁধতে ভুলবেন না এই বিশেষ দিনে৷
advertisement
6/9
বছরের প্রথম দিন বাড়িতে কোনও কালো জিনিস, লোহার জিনিস, ধারালো জিনিস আনবেন না৷ বিজো সংখ্যক আমপাতা নিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিন৷ তার পর লালসুতোয় বেঁধে টাঙিয়ে দিন বাড়ির মূল প্রবেশদ্বারে৷
advertisement
7/9
বজরঙ্গবলীর পায়ে স্পর্শ করানো সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকুন বাড়ির দরজায়৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে বাড়িতে প্রবেশ করতে পারবে না কোনও নেগেটিভ শক্তি৷
advertisement
8/9
সন্ধ্যায় বাড়ির মূল প্রবেশদ্বারের ডানদিকে একটি প্রদীপ প্রজ্বলন করুন৷ কর্পূরের সঙ্গে লবঙ্গ মিশিয়ে প্রজ্বলন করুন৷ তার পর সেই ধোঁয়া ছড়িয়ে দিন বাড়ির সর্বত্র৷
advertisement
9/9
রাতে রুটি তৈরির আগে আটায় মিশিয়ে নিন ঘি৷ তার পর সেই আটার রুটি বানিয়ে খান৷ সারা বছর মা লক্ষ্মীর চিরস্থায়ী আসন পাতা থাকবে আপনার সংসারে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poila Boisakh Astro Tips: আজ পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়ির দরজায় ছোট্ট কাজ! রাতে রুটি তৈরির আগে আটায় মেশান এটা! টের পাবেন না অভাব! হবে অর্থবৃষ্টি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল