TRENDING:

Poila Baisakh Astro Tips: রাত পোহালেই পয়লা বৈশাখ! নতুন বছরের প্রথম দিন আতপ চাল আর পানসুপুরি দিয়ে করুন ছোট্ট কাজ! নতুন বছরে টাকার বৃষ্টিতে কাটবে অভাবের খরা

Last Updated:
Poila Baishakh Astro Tips: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বঙ্গাব্দের প্রথম দিন এই টোটকা পালন করলে অর্থ, ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য আপনার সংসারে চিরস্থায়ী হবে।
advertisement
1/6
রাত পোহালেই পয়লা বৈশাখ! আতপ চাল আর পানসুপুরির জ্যোতিষ টোটকা! টাকার বৃষ্টিতে কাটবে অভাব
ফুরিয়ে এল আরও একটা বাংলা বছর৷ মঙ্গলবার শুরু হচ্ছে নতুন বঙ্গাব্দ তথা নতুন মাস৷ পয়লা বৈশাখের জন্য আছে কিছু বিশেষ জ্যোতিষ টোটকা৷ জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, বছরের প্রথম দিন যা করবেন, তার উপর নির্ভর করে বাংলা বর্ষের বাকি দিনগুলি কী রকম কাটবে৷
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বঙ্গাব্দের প্রথম দিন এই টোটকা পালন করলে অর্থ, ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য আপনার সংসারে চিরস্থায়ী হবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
3/6
একটি পানপাতা, ১১টি গোটা আতপচাল এবং একটি সুপুরি সংগ্রহ করুন। পানপাতার অমসৃণ দিকে ১১ টি আতপচালের দানা ও সুপুরি রেখে বাঁধুন লালসুতো দিয়ে।
advertisement
4/6
স্নান সেরে কোনও খাদ্যগ্রহণের আগে শুদ্ধ বসনে ওই পানপাতা রাখুন লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবির সামনে। তার পর ঐকান্তিক মনে নিষ্ঠা ভরে প্রার্থনা করুন সংসার ও প্রিয়জনের মঙ্গলকামনায়।
advertisement
5/6
সন্ধ্যায় শুদ্ধ বসনে লক্ষ্মী ও গণেশের বিগ্রহ বা ছবির সামনে শঙ্খ বাজান। তার পর লালসুতো দিয়ে বাঁধা আতপচাল-সহ পানপাতা রাখুন আলমারির লকারে। বা যেখানে আপনি অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিস রাখেন, সেখানে।
advertisement
6/6
মনে করা হয় বছরের প্রথম দিন এই জ্যোতিষ টোটকা পালন করলে বছরভর সৌভাগ্য বর্ষিত হবে আপনার উপর। অর্থাভাব থাকবে না। সংসারে বজায় থাকবে সুখশান্তি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poila Baisakh Astro Tips: রাত পোহালেই পয়লা বৈশাখ! নতুন বছরের প্রথম দিন আতপ চাল আর পানসুপুরি দিয়ে করুন ছোট্ট কাজ! নতুন বছরে টাকার বৃষ্টিতে কাটবে অভাবের খরা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল