Poila Baisakh Astro Tips: রাত পোহালেই পয়লা বৈশাখ! নতুন বছরের প্রথম দিন আতপ চাল আর পানসুপুরি দিয়ে করুন ছোট্ট কাজ! নতুন বছরে টাকার বৃষ্টিতে কাটবে অভাবের খরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Poila Baishakh Astro Tips: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বঙ্গাব্দের প্রথম দিন এই টোটকা পালন করলে অর্থ, ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য আপনার সংসারে চিরস্থায়ী হবে।
advertisement
1/6

ফুরিয়ে এল আরও একটা বাংলা বছর৷ মঙ্গলবার শুরু হচ্ছে নতুন বঙ্গাব্দ তথা নতুন মাস৷ পয়লা বৈশাখের জন্য আছে কিছু বিশেষ জ্যোতিষ টোটকা৷ জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, বছরের প্রথম দিন যা করবেন, তার উপর নির্ভর করে বাংলা বর্ষের বাকি দিনগুলি কী রকম কাটবে৷
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বঙ্গাব্দের প্রথম দিন এই টোটকা পালন করলে অর্থ, ধনসম্পদ, শ্রী ও সৌভাগ্য আপনার সংসারে চিরস্থায়ী হবে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
3/6
একটি পানপাতা, ১১টি গোটা আতপচাল এবং একটি সুপুরি সংগ্রহ করুন। পানপাতার অমসৃণ দিকে ১১ টি আতপচালের দানা ও সুপুরি রেখে বাঁধুন লালসুতো দিয়ে।
advertisement
4/6
স্নান সেরে কোনও খাদ্যগ্রহণের আগে শুদ্ধ বসনে ওই পানপাতা রাখুন লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবির সামনে। তার পর ঐকান্তিক মনে নিষ্ঠা ভরে প্রার্থনা করুন সংসার ও প্রিয়জনের মঙ্গলকামনায়।
advertisement
5/6
সন্ধ্যায় শুদ্ধ বসনে লক্ষ্মী ও গণেশের বিগ্রহ বা ছবির সামনে শঙ্খ বাজান। তার পর লালসুতো দিয়ে বাঁধা আতপচাল-সহ পানপাতা রাখুন আলমারির লকারে। বা যেখানে আপনি অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিস রাখেন, সেখানে।
advertisement
6/6
মনে করা হয় বছরের প্রথম দিন এই জ্যোতিষ টোটকা পালন করলে বছরভর সৌভাগ্য বর্ষিত হবে আপনার উপর। অর্থাভাব থাকবে না। সংসারে বজায় থাকবে সুখশান্তি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poila Baisakh Astro Tips: রাত পোহালেই পয়লা বৈশাখ! নতুন বছরের প্রথম দিন আতপ চাল আর পানসুপুরি দিয়ে করুন ছোট্ট কাজ! নতুন বছরে টাকার বৃষ্টিতে কাটবে অভাবের খরা