TRENDING:

Poila Baisakh Astro Tips: আজ, পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজোর শুভ সময় কোনটা? বাড়িতে আনুন এই ৫ জিনিসের যে কোনও ১ টা! কাটবে অভাব, আসবে টাকার জোয়ার

Last Updated:
Poila Baisakh Astro Tips:বৈশাখের প্রথম দিন লক্ষ্মী-গণেশের পুজো করা অত্যন্ত শুভ৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিশেষ দিনে কিছু জিনিস বাড়িতে আনলে বছরের বাকি সময় ভাবতে হবে না অভাব অনটন নিয়ে৷
advertisement
1/10
পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো কখন করবেন? কিনুন এই ৫ জিনিসের যে কোনও ১, আসবে টাকার জোয়ার
পয়লা বৈশাখ দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এই দিনটিতে এমন কিছু কাজ করুন, যাতে বছরভর ভাল সময় কাটে৷ ধনসম্পদে ভরে থাকতে পারেন৷ শ্রী সম্পদে পরিপূর্ণ থাকতে পারবেন৷
advertisement
2/10
বৈশাখের প্রথম দিন লক্ষ্মী-গণেশের পুজো করা অত্যন্ত শুভ৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিশেষ দিনে কিছু জিনিস বাড়িতে আনলে বছরের বাকি সময় ভাবতে হবে না অভাব অনটন নিয়ে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/10
মঙ্গলবার,পয়লা বৈশাখের সকালে লক্ষ্মী-গণেশ পুজোর শুভ সময় সকাল ৭.৫০ মিনিট থেকে সকাল ১০.২০ পর্যন্ত৷ আবার ১২.৫৩ থেকে দুপুর ২.৩২ পর্যন্ত পুজো করতে পারেন৷ এর পর ৩.২৪ থেকে বিকেল ৫.০৮ পর্যন্ত পুজো করতে পারেন৷
advertisement
4/10
পয়লা বৈশাখে কিনে আনুন ৫টা বা ৭ টা সাদা কড়ি৷ এর পর এগুলিতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিন৷ নিবেদন করুন লক্ষ্মী গণেশের পুজোয়৷ পুজোর পর লাল কাপড়ে মুড়ে ওই কড়িগুলি রাখুন আলমারিতে যেখানে টাকা রাখেন, সেখানে৷ জীবনে ধনসম্পদের অভাব হবে না৷
advertisement
5/10
পয়লা বৈশাখে বাড়িতে আনুন দক্ষিণাবর্ত্ম সাদা শঙ্খ৷ এটা বাড়িতে সুখশান্তি ও আরোগ্য বয়ে আনে এবং বজায় রাখে৷
advertisement
6/10
নববর্ষে বাড়িতে আনুন মাটির পাত্র৷ মাটির সরা, ঘড়া আনতে পারেন বাড়িতে৷
advertisement
7/10
কাঁসা পিতলের বাসন কেনাও খুব শুভ পয়লা বৈশাখে৷
advertisement
8/10
মা লক্ষ্মীর শ্রী যন্ত্র কিনে আনুন বাড়িতে৷ এতে বছরভর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে সংসারে৷
advertisement
9/10
মা লক্ষ্মী এবং গণেশের প্রতিমূর্তি খোদাই করা একটি রুপোর কয়েন বা তামার মুদ্রা বাড়িতে আনতে পারেন পয়লা বৈশাখের শুভ দিনে৷ কোনওদিন সুখসমৃদ্ধির অভাবে ভুগবেন না৷
advertisement
10/10
এই জিনিসগুলির মধ্যে এক বা একাধিক জিনিস আনতে পারেন বাড়িতে৷ তাহলে সারা বছর ভাল কাটবে৷ টাকার অভাবে পড়বেন না৷ অর্থ ও সৌভাগ্য বর্ষিত হবে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poila Baisakh Astro Tips: আজ, পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজোর শুভ সময় কোনটা? বাড়িতে আনুন এই ৫ জিনিসের যে কোনও ১ টা! কাটবে অভাব, আসবে টাকার জোয়ার
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল