TRENDING:

Poila Baisakh Lucky Zodiacs: আর মাত্র কয়েকঘণ্টা...! রাত পোহালেই পয়লা বৈশাখে 'কোটিপতি' ৩ রাশি, বছরভর উপচে পড়বে টাকা, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স, যা ছোবে তাই সোনা

Last Updated:
Poila Baisakh Lucky Zodiacs: আর মাত্র কয়েকঘণ্টা৷ তারপরই বাংলা নববর্ষ৷ ১৫ এপ্রিল ১লা বৈশাখ থেকেই বাংলার নতুন সাল শুরু৷ বাংলার নতুন বছরেই রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যদেব৷ নববর্ষে এই ৩ রাশির জাতক-জাতিকারা বিশেষ লাভবান হবেন৷
advertisement
1/6
আর মাত্র কয়েকঘণ্টা...! রাত পোহালেই পয়লা বৈশাখে 'কোটিপতি' ৩ রাশি, বছরভর উপচে পড়বে টাকা
আর মাত্র কয়েকঘণ্টা৷ তারপরই বাংলা নববর্ষ৷ ১৫ এপ্রিল ১লা বৈশাখ থেকেই বাংলার নতুন সাল শুরু৷ বাংলার নতুন বছরেই রাশি পরিবর্তন করতে চলেছে সূর্যদেব৷
advertisement
2/6
পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা বলেছেন, গ্রহরাজ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যখন কোনও গ্রহ তার গতিপথ পরিবর্তন করে, তখন জাতকদের মধ্যে অবশ্যই কিছু পরিবর্তন দেখা যায়।
advertisement
3/6
সূর্যের রাশিচক্রের পরিবর্তন ১২টি রাশির জীবনেও প্রভাব ফেলবে। তবে এই ৩ রাশির জাতক-জাতিকারা বিশেষ লাভবান হবেন৷ জেনে নিন আপনিও আছেন নাকি সেই তালিকায়৷
advertisement
4/6
মিথুন রাশি- পয়লা বৈশাখের দিন থেকে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। সূর্য এই রাশির একাদশ ঘরে থাকবে। চাকরিজীবীদের জন্য এই সময় নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীদের বড় লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণের যোগও হতে পারে। শুভ খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
কর্কট রাশি- কর্কট রাশির জাতক জাতিকাদের জন‍্যও সূর্যের এই গমন অত্যন্ত লাভজনক । সূর্যদেব কর্কট রাশির দশম ঘরে প্রবেশ করবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে৷ ব্যবসায়ীরা ভাল লাভ পাবেন৷ কেরিয়ারের জন্য সময়টা ভাল। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। পারিবারিক জীবন সুখের হবে। সরকারি কাজে সাফল্য আসতে পারে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে৷
advertisement
6/6
কুম্ভ রাশি- সূর্যের গমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন‍্য ইতিবাচক হতে পারে। সূর্য কুম্ভ রাশির তৃতীয় ঘরে থাকবে, যার ফলে নতুন সুযোগের আসবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত লাভজনক। ব্যবসায় লাভ বাড়তে পারে। সরকারি কাজে সাফল্য পেতে পারেন এবং সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Poila Baisakh Lucky Zodiacs: আর মাত্র কয়েকঘণ্টা...! রাত পোহালেই পয়লা বৈশাখে 'কোটিপতি' ৩ রাশি, বছরভর উপচে পড়বে টাকা, বাড়বে ব্যাঙ্ক-ব্যালেন্স, যা ছোবে তাই সোনা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল