Pisces Love And Relationship Horoscope 2024: ২০২৪ সালে মীন রাশির প্রেমজীবন কেমন কাটবে? বিশদে জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Pisces Love And Relationship Horoscope 2024: ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, মীন রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
1/5

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরটা কীভাবে কাটবে, সেটা জানার আগ্রহ সকলের মনেই থাকে। অর্থাৎ কাজ, কেরিয়ার, আর্থিক ও স্বাস্থ্যগত দিক থেকে জীবন কেমন যাবে, সেটা নিয়ে কৌতূহল তো থাকেই। ঠিক সেরকম ভাবেই প্রেম কিংবা সম্পর্কের দিক থেকেও বছরটা কেমন যাবে, সেটাও সমান ভাবে জানা জরুরি। দেখে নেওয়া যাক, মীন রাশির প্রেমজীবন নিয়ে কী জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
advertisement
2/5
মীন রাশির প্রেমজীবন: বছরের শুরুতে শুক্রের আশীর্বাদে আনন্দদায়ক সম্পর্ক বজায় থাকবে। ধীরে ধীরে মঙ্গল নতুন সুযোগ আনবে। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে নতুন চুক্তি তৈরি হবে। সম্পর্ক আরও মজবুত হবে। যার জেরে আত্মবিশ্বাস এবং নিরাপত্তাবোধ বাড়বে। ভালবাসার মানুষদের সঙ্গে আরও ভাল বোঝাপড়া হবে। শুক্রের আশীর্বাদে সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি হবে।
advertisement
3/5
মঙ্গলের ইঙ্গিত, সম্পর্কের ক্ষেত্রে পরিবারের সদস্যদের থেকে বিরোধিতা এবং বাধা আসতে পারে। সিঙ্গেলরা ফেব্রুয়ারি নাগাদ শুক্রের আশীর্বাদে নতুন সম্পর্কে যাওয়ার সুযোগ পাবেন। শুক্রের প্রভাবে বিশেষ কারও সঙ্গে আলাপ হবে এবং প্রেমের নয়া অধ্যায় শুরু হবে। কিন্তু দক্ষিণ ভাগ্যকেন্দ্রের প্রভাবে মার্চে নতুন সমস্যা আসতে পারে। কমিটেড সম্পর্কের ক্ষেত্রে নিজের অনুভূতি প্রকাশ করার জন্য সঠিক সময় নয়।
advertisement
4/5
প্রেমের সম্পর্কের রহস্য: বছর যত এগোবে, সম্পর্কে স্থিতিশীলতা এবং আনন্দ এনে দেবেন শুক্র। প্রেমজীবনে আসবে ইতিবাচকতা। এপ্রিল নাগাদ সম্পর্ককে পরবর্তী মাত্রায় নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করতে হবে। মে নাগাদ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাহীনতা এবং ভুল বোঝাবুঝি আসতে পারে বুধের প্রভাবে। তাই সতর্ক থাকা আবশ্যক। যদিও বৃহস্পতিবার প্রভাব এই রাশির জাতক-জাতিকার উপর অনুকূলই থাকবে। ফলে জুনের মাঝামাঝি নাগাদ প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আবার জুলাইয়ে শুক্রের আশীর্বাদে প্রেমজীবনে নতুন অগ্রগতি আসতে পারে।
advertisement
5/5
ভবিষ্যৎ বিশ্লেষণ:শুক্র প্রেম এবং নতুন সম্পর্কের সুযোগ নিয়ে আসতে পারে। কিন্তু দক্ষিণ ভাগ্যকেন্দ্র সম্পর্কের সমীকরণকে নষ্ট করে দিতে পারে। আবার উত্তর ভাগ্যকেন্দ্রের প্রভাবে জীবনে বিভ্রান্তির মুহূর্ত আসতে পারে। আর সম্পর্কের উপর এর জটিল প্রভাব বুঝতে হবে। এদিকে শনির প্রভাবে সম্পর্কে অশান্তি আসতে পারে। নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করতে হবে। অগাস্ট নাগাদ সম্পর্কে আকস্মিক কিছু সমস্যা আসতে পারে। কিন্তু বছর এগোনোর সঙ্গে সঙ্গে মন ভাল রাখতে পারবেন। সেই সঙ্গে ভাল ব্যবহারও বজায় রাখতে সক্ষম হবেন। প্রেমজীবনে যাঁরা গতিশীল এবং চিত্তাকর্ষক পরিবর্তন আনতে চাইছেন, তাঁদের সেই ইচ্ছা পূরণ হবে। শুক্রের প্রভাবে সম্পর্ক আরও ভাল হতে শুরু করবে। নভেম্বর নাগাদ প্রেমজীবনে সতেজতা আসবে। শুক্রের ইঙ্গিত, সামাজিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়বে। পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আর ইতিবাচক ভাবেই বছরটা শেষ হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Pisces Love And Relationship Horoscope 2024: ২০২৪ সালে মীন রাশির প্রেমজীবন কেমন কাটবে? বিশদে জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র