Pink Moon 2024: হনুমান জয়ন্তীতে আকাশে পিঙ্কমুন, ১২ রাশির উপরে বিরাট প্রভাব, কে কাঁদবে, কেই বা হাসবে?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Pink Full Moon April 2024: পূর্নিমা তিথির শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পৃথিবীতে চাঁদের প্রভাব বেশি থাকে। এবছর চৈত্র পূর্নিমা পালিত হবে ২৩ এপ্রিল মঙ্গলবার। চলতি বছর একইদিনে পড়েছে হনুমান জয়ন্তী।
advertisement
1/6

পূর্নিমা তিথির শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পৃথিবীতে চাঁদের প্রভাব বেশি থাকে। এবছর চৈত্র পূর্নিমা পালিত হবে ২৩ এপ্রিল মঙ্গলবার। চলতি বছর একইদিনে পড়েছে হনুমান জয়ন্তী।
advertisement
2/6
এছাড়াও, এবছর পূর্নিমায় গোলাপী চাঁদ দেখা যাবে। এই পিঙ্ক মুন আসলে কী? জ্যোতির্বিদ রিচার্ড নোল্লে সর্বপ্রথম এই ‘সুপার মুন’ শব্দটির প্রবর্তন করেছিলেন।
advertisement
3/6
১৯৭৯ সালে রিচার্ডই ছিলেন এই শব্দের প্রবক্তা। মূলত সেই ধরণের নতুন ফুল মুন বা পূর্ণিমার চাঁদকে সুপার মুন বলা হয় যা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে অথবা যখন চাঁদ নিজের পেরিজির ৯০ শতাংশ অতিক্রম করে। এই ধরণের চাঁদকে বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল চাঁদ বলা হয়।
advertisement
4/6
এপ্রিল মাসের সুপার মুনের নাম দেওয়া হয়েছে পিঙ্ক মুন। মূলত মস পিঙ্ক নামের একটি ফুল আছে। যাকে আবার creeping phlox, moss phlox, mountain phlox এসব নামেও ডাকা হয়। এই ফুল আসলে বসন্তের প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রে বসন্তের প্রারম্ভে এই ফুল দেখা যায়। এই ফুলের নাম অনুসারেই চাঁদের নামকরণ হয়েছে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ।
advertisement
5/6
২৩ এপ্রিল, ২০২৪ সালে আকাশে জ্বলজ্বল করবে গোলাপী চাঁদ। গোলাপি চাঁদ দেখা যাবে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৩.২৪ থেকে ২৪ এপ্রিল সকাল ৫.১৮ পর্যন্ত।
advertisement
6/6
গোলাপী চাঁদে পঞ্চগ্রাহী যোগ গঠিত হচ্ছে। এর পাশাপাশি বুধাদিত্য যোগ মেষ রাশিতে বুধ ও সূর্যের মিলনের ফলে তৈরা হচ্ছে, শুক্র মীন রাশিতে আসার কারণে মালব্য রাজযোগ তৈরি হচ্ছে এবং শনি মূল ত্রিকোণ রাশিতে থাকার কারণে রাজযোগ তৈরি হচ্ছে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Pink Moon 2024: হনুমান জয়ন্তীতে আকাশে পিঙ্কমুন, ১২ রাশির উপরে বিরাট প্রভাব, কে কাঁদবে, কেই বা হাসবে?