TRENDING:

Phalaharini Amavasya Astro Tips: আজ ফলহারিণী অমাবস্যায় ভুলেও দাঁতে কাটবেন না এই ৩ খাবার! করবেন না এই ২ কাজ! অশান্তির কালো গ্রাসে তছনছ সংসার

Last Updated:
Phalaharini Amavasya Astro Tips: এই দিন পালনীয় কিছু নিয়ম আছে৷ এছাড়াও আছে জ্যোতিষ এবং বাস্তু টোটকা৷ সেগুলি জেনে নিন৷ এর ফলে সংসারের সুখ শান্তি ও অর্থসম্পদের জোয়ার অক্ষুণ্ণ থাকবে৷
advertisement
1/7
আজ ফলহারিণী অমাবস্যায় খাবেন না ৩ খাবার! করবেন না ২ কাজ! অশান্তির করাল গ্রাসে তছনছ সংসার!
সোমবার পালিত হচ্ছে ফলহারিণী কালীপুজো৷ জ্যৈষ্ঠের এই অমাবস্যা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ প্রচলিত বিশ্বাস, এই তিথি ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে দূর হয় অশুভ কর্মফল৷ লাভ করা যায় মোক্ষফল৷
advertisement
2/7
এই দিন পালনীয় কিছু নিয়ম আছে৷ এছাড়াও আছে জ্যোতিষ এবং বাস্তু টোটকা৷ সেগুলি জেনে নিন৷ এর ফলে সংসারের সুখ শান্তি ও অর্থসম্পদের জোয়ার অক্ষুণ্ণ থাকবে৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷ (ছবি: ফেসবুক)
advertisement
3/7
ঘরে এবং মন্দিরে পালন করা হয় ফলহারিণী কালীপুজো৷ মায়ের শ্রীচরণে নিবেদন করা হয় মরশুমি ফল৷ এখানে বৃক্ষজ ফলকে তুলনা করা হয় কর্মফলের সঙ্গে৷ (ছবি: ফেসবুক)
advertisement
4/7
যাঁরা এই ব্রত পালন করেন, তাঁরা উপবাস ভঙ্গ করুন সাত্ত্বিক আহার গ্রহণ করে৷ পুজোর প্রসাদ গ্রহণ করেও উপবাস ভাঙতে পারেন৷ এই পুণ্যতিথিতে ভুলেও আমিষ খাবার, তামসিক আহার গ্রহণ করবেন না৷ খাবেন না কোনও নেশাজাতীয় খাবার৷ (ছবি: ফেসবুক)
advertisement
5/7
ফলহারিণী তিথিতে কোনও পোড়া খাবার খাবেন না৷ বেগুন পোড়া, টম্যাটো পোড়া মুখে তুলবেন না৷ বিরত থাকুন রুটি খাওয়া থেকেও৷ কারণ রুটি তৈরি হয় সেঁকে৷ (ছবি: ফেসবুক)
advertisement
6/7
অতিরিক্ত তেলমশলা দেওয়া খাবার খাবেন না৷ এতে জ্যৈষ্ঠের গরমে শরীরকে সুস্থ রাখে৷ এই তিথিতে চুল দাড়ি নখ কাটবেন না৷ গাছের ডাল বা গাছ কাটবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া করবেন না৷ (ছবি: ফেসবুক)
advertisement
7/7
কোনও মনোবাঞ্ছা পূর্ণ করার ইচ্ছে থাকলে ফলহারিণী তিথিতে দেবীর পায়ে নিজের প্রিয় একটি ফল উৎসর্গ করুন৷ এর পর আগামী ১ বছর সেই ফল খাবেন না৷ মনোবাঞ্ছা পূর্ণ হলে পরের বছর সেই ফল ফের নিবেদন করে দেবীর কাছে প্রার্থনা করে আবার খাওয়া শুরু করতে পারেন৷ অর্থাৎ যেটা নিবেদন করেছিলেন, সেটা আবার খাওয়ার অনুমতি লাভ করবেন৷ (ছবি: ফেসবুক)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Phalaharini Amavasya Astro Tips: আজ ফলহারিণী অমাবস্যায় ভুলেও দাঁতে কাটবেন না এই ৩ খাবার! করবেন না এই ২ কাজ! অশান্তির কালো গ্রাসে তছনছ সংসার
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল