Phalaharini KaliPuja: আসছে ফলহারিণী কালীপুজো! পুণ্যতিথিতে দেবীর চরণকমলে নিবেদন করুন এই ৩ ফুল! বাধা বিঘ্ন দূর হয়ে আসবে টাকা ও সুখশান্তির জোয়ার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Phalaharini KaliPuja: ফলহারিণী কালীপুজোয় পালনীয় কিছু নিয়ম আছে। মনে করা হয় সেগুলি পালন করলে সংসারের সব দুঃখ কষ্ট অশান্তি দূর হয়ে শুভ শক্তির জোয়ার আসে।
advertisement
1/6

জ্যৈষ্ঠমাসের ফলহারিণী কালীপুজো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয় এই তিথিতেভক্তি ও নিষ্ঠা ভরে দেবী কালীর পুজো করলে পূর্ণ হয় মনের সব অধরা ইচ্ছে।
advertisement
2/6
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে। এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী রূপে।
advertisement
3/6
ফলহারিণী কালীপুজোয় পালনীয় কিছু নিয়ম আছে। মনে করা হয় সেগুলি পালন করলে সংসারের সব দুঃখ কষ্ট অশান্তি দূর হয়ে শুভ শক্তির জোয়ার আসে। বলছেন জ্যোতিষ বিশারদ হিতেন্দ্র কুমার শর্মা।
advertisement
4/6
ফলহারিণী কালীপুজোয় লাল জবাফুল নিবেদন করুন দেবীর চরণকমলে। এছাড়াও পুজোয় দিন লাল জবার মালা।
advertisement
5/6
ফলহারিণী কালীপুজোয় বেলপাতা এবং বেলপাতার মালা নিবেদন করলেও পুণ্যলাভ হবে।
advertisement
6/6
লাল জবা ছাড়াও ফলহারিণী কালীপুজোয় কিছু ফুল নিবেদন করা হয়। লাল পদ্ম এবং নীল অপরাজিতা নিবেদন করা হয় ফলহারিণী কালীপুজোয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Phalaharini KaliPuja: আসছে ফলহারিণী কালীপুজো! পুণ্যতিথিতে দেবীর চরণকমলে নিবেদন করুন এই ৩ ফুল! বাধা বিঘ্ন দূর হয়ে আসবে টাকা ও সুখশান্তির জোয়ার