TRENDING:

Phalaharini Amavasya 2025: সোমবতী অমাবস্যায় ফলহারিণী কালীপুজো! দেবীর চরণে এই ৩ ফল নিবেদন করলেই পূর্ণ মনের ইচ্ছে! অভাবের ক্ষরা কেটে হবে টাকার বৃ্ষ্টি

Last Updated:
Phalaharini Amavasya 2025: মনে করা হয়, এই তিথিতে ফলহারিণী কালীপুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী৷ তিনি দান করেন মোক্ষফল৷ এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোন অভাব থাকে না৷ দেবীর আশীর্বাদে ধনস্পদে ভরে থাকে সংসার৷
advertisement
1/7
আসছে ফলহারিণী কালীপুজো! দেবীর চরণে এই ৩ ফল নিবেদনেই পূর্ণ ইচ্ছে! অভাব কেটে টাকার বৃষ্টি!
বাংলায় বছরভর কালীপুজো চলে। সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পুজো। এই পুণ্যতিথিতে দেবী কালিকা পূজিতহন ফলহারিণী রূপে। (ছবি: ফেসবুক)
advertisement
2/7
মনে করা হয়, এই তিথিতে ফলহারিণী কালীপুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী৷ তিনি দান করেন মোক্ষফল৷ এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোন অভাব থাকে না৷ দেবীর আশীর্বাদে ধনস্পদে ভরে থাকে সংসার৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা৷ (ছবি: ফেসবুক)
advertisement
3/7
এ বছর ফলহারিণী কালীপুজো পালিত হবে সোমবার, ২৬ মে৷ বাংলার ১১ জ্যৈষ্ঠ৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২.১৩ মিনিটে৷ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে ২৭ মে মঙ্গলবার সকাল ৮.৩২ মিনিটে৷ (ছবি: ফেসবুক)
advertisement
4/7
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে ২৬ মে সোমবার, সকাল ১১টা ৭ মিনিট ১৯ সেকেন্ডে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ১২ জ্যৈষ্ঠ বা ২৭ মে৷ সেদিন সকাল ৮টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷ (ছবি: ফেসবুক)
advertisement
5/7
পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ৷ কিন্তু অমাবস্যায় নিশিপালন ও পুজো প্রধান৷ তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবারই৷ (ছবি: ফেসবুক)
advertisement
6/7
এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷ এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এই তিনটি ফল নিবেদনের চেষ্টা করুন৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷ (ছবি: ফেসবুক)
advertisement
7/7
ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার৷ অশুভ শক্তি দূর হয়ে পাবেন শুভ শক্তির যোগান৷ (ছবি: ফেসবুক)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Phalaharini Amavasya 2025: সোমবতী অমাবস্যায় ফলহারিণী কালীপুজো! দেবীর চরণে এই ৩ ফল নিবেদন করলেই পূর্ণ মনের ইচ্ছে! অভাবের ক্ষরা কেটে হবে টাকার বৃ্ষ্টি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল