Jyeshtha Amavasya Lucky Zodiac Signs: বেতনবৃদ্ধি, নতুন চাকরি, বিদেশভ্রমণ, নতুন প্রেম, সুখী দাম্পত্য! ফলহারিণী অমাবস্যায় সৌভাগ্যের আলোয় নতুন জীবন এই ৫ রাশির
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jyeshtha Amavasya Lucky Zodiac Signs: এ বার এই অমাবস্যায় দুই দুর্লভ মহাসংযোগ ঘটছে। প্রথমটা ধৃত যোগ এবং তার পর শিব বাসের মহাসংযোগ। এই দুই সংযোগের প্রভাবে ৫ রাশি সুখে সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে।
advertisement
1/7

বুধবার পালিত হবে জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা। সনাতন বিশ্বাসীদের কাছে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/7
এ বার এই অমাবস্যায় দুই দুর্লভ মহাসংযোগ ঘটছে। প্রথমটা ধৃত যোগ এবং তার পর শিব বাসের মহাসংযোগ। এই দুই সংযোগের প্রভাবে ৫ রাশি সুখে সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
3/7
মহা সংযোগের প্রভাবে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শুভ মেষরাশির জাতক জাতিকাদের জন্য। যাঁরা আর্থিক বিনিয়োগে ব্যবসা করেন তাঁদের কাছে উপার্জনের বড় সুযোগ আসতে চলেছে। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পাবে। প্রেমের পথ মসৃণ হবে।
advertisement
4/7
মিথুন রাশির জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন। জীবনে বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। এক লাফে বেতন বাড়বে অনেকটাই। হতে পারে প্রোমোশনও।
advertisement
5/7
জ্যৈষ্ঠমাসের অমাবস্যা কর্কটরাশির জাতক জাতিকাদের কাছে খুবই শুভ। মনে শান্তি থাকবে। চাকরিজীবীদের আর্থিক লাভ হবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। ব্যবসায়ীদের ধনসম্পদ লাভ হবে।
advertisement
6/7
অর্থোপার্জনের নতুন দিশা দেখতে পাবেন মকররাশির জাতক জাতিকারা। সাম্প্রতিক মানসিক অশান্তি কেটে যাবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারবেন।
advertisement
7/7
তুলারাশির জাতক জাতিকাদের বেতনবৃদ্ধির সম্ভাবনা। অংশীদারীর ব্যবসায় বেশি মুনাফার সুযোগ। দাম্পত্যে শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Jyeshtha Amavasya Lucky Zodiac Signs: বেতনবৃদ্ধি, নতুন চাকরি, বিদেশভ্রমণ, নতুন প্রেম, সুখী দাম্পত্য! ফলহারিণী অমাবস্যায় সৌভাগ্যের আলোয় নতুন জীবন এই ৫ রাশির