Personality Test: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

জ‍্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও ব‍্যক্তির হাত, পা, কপাল, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে চেনা যায় ওই ব‍্যক্তির পার্সোনালিটি বা চারিত্রিক বৈশিষ্ঠ। কোনও ব‍্যক্তির ব‍্যক্তিত্ব প্রকাশ পায় তার বিভিন্ন অঙ্গের গঠনেও।
advertisement
2/8
জ‍্যোতিষীর কাছ থেকে এই নিয়মগুলি জেনে রাখলে কোনও ব‍্যক্তির সঙ্গে প্রথমবার আলাপের পরেই বুঝতে পারবেন তার চিন্তাভাবনা বা ব্যক্তিত্ব। কারও চরিত্র দেখে সম্পূর্ণ না বোঝা না গেলেও খানিকটা অনেকখানি আন্দাজ পাওয়া যাবে কারও চরিত্র সম্পর্কে।
advertisement
3/8
হাতের রেখার মতো পায়ের আঙুলও জানান দেয় কোনও ব‍্যক্তির ব‍্যক্তিত্ব। পায়ের কোন আঙুল বড়, পায়ের গঠন কেমন, বলে দেবে কারও চারিত্রিক বৈশিষ্ঠ।
advertisement
4/8
ভোপালের বাসিন্দা জ্যোতিষী পণ্ডিত যোগেশ চৌরে বিস্তারিতভাবে জানালেন কোনও ব‍্যক্তির পায়ের আঙুল দেখে কীভাবে বোঝা যাবে চারিত্রিক বৈশিষ্ঠ।
advertisement
5/8
যদি পায়ের মাঝের আঙুল বুড়ো আঙুলের চেয়ে বড় হয়, তাকে বলে গ্রীক পা। পায়ের আঙুলের এমন গঠন যাদের হয়, তারা শিক্ষায় সংস্কৃতিতে এগিয়ে থাকেন।
advertisement
6/8
এই ধরনের ব্যক্তিরা তাদের কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য যথেষ্ট পরিশ্রম করেন। এই ব্যক্তিদের নেতৃত্বের ক্ষমতা রয়েছে। ভাল নেতা হন এঁরা। চিন্তা করার এবং বোঝার ভাল ক্ষমতার কারণে তারা বেশ সৃজনশীলও হয়।
advertisement
7/8
যদি পায়ের মাঝের আঙুল এবং বুড়ো আঙুল সমান লম্বা হয়, তবে এই ধরনের পুরুষ বা মহিলারা দূরদর্শী হন। তারা অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি বোঝার ক্ষেত্রে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকেন। অত‍্যন্ত দুঃসাহসী স্বভাবের হয়ে থাকেন এবং সাহসের সঙ্গে যে কোনও কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে জানেন।
advertisement
8/8
আবার কারও কারও ক্ষেত্রে দেখা যায় বুড়ো আঙুল বাকি সব আঙুলের চেয়ে বড়। এমনটাই বেশি দেখা যায়। এই ধরণের যাদের পায়ের আঙুল, তারা অন‍্যের সঙ্গে খুব ভাল সম্পর্ক বজায় রাখেন। প্রেমের ক্ষেত্রেও তারা খুব অনুগত। কোনও অবস্থাতেই চাপে পড়েন না এবং চিন্তাশীল হয়ে অন্যদেরকেও ভাল পরামর্শ দেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Personality Test: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র