Personality Test: যাঁরা সাদা রঙের পোশাক পরতে পছন্দ করেন, তাঁদের চরিত্র কেমন হয় জানেন? জানুন জ্যোতিষকথা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Personality Test: আপনি কি সাদা পরতে ভালবাসেন? জানেন সাদা রঙের পোশাক পরতে ভালবাসেন তাঁদের চরিত্র কেমন হয়?
advertisement
1/11

রং দেখে বলা যায় চারিত্রিক বৈশিষ্ট্য়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিভিন্ন রংয়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আপনি কোন রঙের পোশাক পরতে পছন্দ করেন?
advertisement
2/11
সাদা রং শান্তির প্রতীক। সাদা রঙের পোশাক অফিশিয়াল বিভিন্ন জায়গাতেও সাদা রঙের পোশাক পরার নিয়ম থাকে।
advertisement
3/11
আপনি কি সাদা পরতে ভালবাসেন? জানেন সাদা রঙের পোশাক পরতে ভালবাসেন তাঁদের চরিত্র কেমন হয়? জ্যোতিষ মতে, তাঁরা খুবই সৎ হন। সব সময় নিজেকে নিখুঁত রাখতে পছন্দ করেন।
advertisement
4/11
সাদা পছন্দ করা ব্যক্তিরা স্বাধীনচেতা হন, এরা অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে পছন্দ করেন না। কোনও কারণে কেউ ভুল বললে মেনে নিতে পারেন না। এঁরা ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ।
advertisement
5/11
বাদামি রঙ পছন্দ করা ব্যক্তিরা সরল ও সাদাসিধে হন। কারও নিন্দা করেন না। স্বভাবে বন্ধুত্বপূর্ণ ও ভদ্র হন। একটুও অহংকার নেই তাঁদের।
advertisement
6/11
নীল রং যাঁরা পছন্দ করেন তাঁরা স্বভাবে খুবই শান্ত হন। দূরদর্শী হন। সৃজনশীল স্বভাব তাঁদের। বেশি চাপ নিয়ে ফেলেন তাঁরা।
advertisement
7/11
কালো রং যাঁরা পছন্দ করেন তাঁরা রক্ষণশীল প্রকৃতির হন। বেশ রাগী। পরিবর্তন পছন্দ করেন না। কাজে হস্তক্ষেপ সহ্য করেন না।
advertisement
8/11
হলুদ রং যাঁরা পছন্দ করেন তাঁরা ইতিবাচক ও আশাবাদী চিন্তাভাবনার হন। প্রফুল্ল স্বভাবের। হাসিখুশি থাকতে পছন্দ করেন।
advertisement
9/11
লাল যাঁরা পছন্দ করেন তাঁরা সাহসী ও আত্মবিশ্বাসী হন। ইচ্ছাশক্তি তীব্র হয়। যে কোনও কাজে ঝাঁপিয়ে পড়েন। ভালবাসা বন্ধুত্ব গুরুত্ব পায়।
advertisement
10/11
সবুজপ্রিয়রা প্রকৃতিপ্রেমী হন। কাছের মানুষের প্রতি বিশ্বাসী হন। মনে যা আছে মুখেও তাই। মানুষ কী ভাবছে সে ব্যাপারে নজর রাখেন, অহংকার নেই।
advertisement
11/11
গোলাপি রং মেয়েরা খুবই পছন্দ করেন। অনেক ছেলেরও পছন্দ এই রং। এঁরা আবেগপ্রবণ হন। স্বভাবে হাসিখুশি ও লাজুক। বন্ধু থাকে অনেক।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Personality Test: যাঁরা সাদা রঙের পোশাক পরতে পছন্দ করেন, তাঁদের চরিত্র কেমন হয় জানেন? জানুন জ্যোতিষকথা