টিয়াপাখির ঠোঁটের মতো 'বাঁকা' নাকি 'খেঁদা'...? নাকই বলে দেবে আপনি কেমন মানুষ, নিমেষে চিনে নিন চরিত্র! বুঝে নিন কে কেমন মানুষ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Personality Test: মানুষের নাক এমনই একটি অংশ যা দারুণ ভাবে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু ম্যাজিকের মতো বলে দিতে পারে। আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক নাকের উপর ভিত্তি করে কেমন ব্যক্তিত্ব হয় এক একজন মানুষের?
advertisement
1/11

বলতেই বলে 'ডোন্ট গো বাই দ্য কভার অফ এ বুক'। মুখ দেখে কী আর মানুষ চেনা যায়? আসলে প্রতিটি মানুষের স্বভাব তার সঙ্গে না মিশলে বোঝা মুশকিল। কিন্তু জানেন কী প্রত্যেক মানুষের চরিত্রের সঙ্গে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের গঠনও আলাদা হয়। আর এই ভিন্ন ভিন্ন অঙ্গের আলাদা আলাদা আকৃতি কিন্তু না মিশলেও বলে দিতে পারে সেই মানুষটি কেমন।
advertisement
2/11
ঠিক যেমন মানুষের নাক এমনই একটি অংশ যা দারুণ ভাবে তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু ম্যাজিকের মতো বলে দিতে পারে। আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক নাকের উপর ভিত্তি করে কেমন ব্যক্তিত্ব হয় এক একজন মানুষের?
advertisement
3/11
আমরা আমাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব অথবা অফিসে বা কর্মক্ষেত্রে আমরা যাদের সঙ্গে কাজ করি তাদের সকলেই ব্যক্তিত্বের দিক থেকে আলাদা। আমরা তাদের সকলকে তাদের স্বভাবের ভিত্তিতে চিনতে পারি।
advertisement
4/11
কে কোন ভঙ্গিতে কথা বলে। মানুষের সঙ্গে মেশার ভঙ্গিই বা কেমন। কেমন তাঁর জীবনধারা? এই সবই প্রায়শই যে কোনও ব্যক্তির পরিচয় হয়ে ওঠে।
advertisement
5/11
সাধারণত আমরা কোনও ব্যক্তিকে তাঁর স্বভাবের উপর ভিত্তি করেই তাঁর ব্যক্তিত্ব বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি। যদি আমরা তাঁর কথা বলার ধরণ এবং ব্যবহার ভাল মনে করি তাহলে সেই ব্যক্তি আমাদের কাছে ভাল এবং যদি আমরা তাঁকে বুঝতে না পারি তাহলে আমরা তাকে খারাপ বলি। কিন্তু এ ছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করা যায়। ঠিক যেমন মানুষের নাকের আকৃতি বলে দেয় তাঁর মনের গভীর রহস্য।
advertisement
6/11
নাকের আকৃতির উপর ভিত্তি করে ব্যক্তিত্ব পরীক্ষা:যদি আমরা জানতে চাই যে সে কেমন মানুষ এবং তাঁর হৃদয়ে কী ধরণের গোপন রহস্য লুকিয়ে আছে, তাহলে তাঁর নাকের আকৃতি দেখেই কথা না বলেও আমরা তাঁর সম্পর্ক সবকিছু জেনে নিতে পারি। হ্যাঁ, ব্যক্তির স্বভাবের পাশাপাশি, একজন ব্যক্তির শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের গঠনও তাঁর সম্পর্কে অনেক কিছু বলে দেয়। জেনে নেওয়া যাক কোন নাকের মানুষ কেমন হন।
advertisement
7/11
সোজা নাক:কিছু মানুষের নাকের আকৃতি সোজা থাকে এবং নীচের অংশ নীচের দিকে হেলে থাকে। এই ধরনের মানুষ স্বভাবতই খুব কৌতূহলী এবং সবসময় নতুন কিছু করতে এবং শিখতে পছন্দ করেন। তাঁরা নতুন কিছু অন্বেষণ করতে সবচেয়ে বেশি ভালবাসেন। একইসঙ্গে তাঁরা কথোপকথনে খুবই দক্ষ হন। এঁদের কথা বলার ধরণ এতটাই চিত্তাকর্ষক হয় যে যে কেউ তা দেখে মুগ্ধ হতে পারে।
advertisement
8/11
তীক্ষ্ণ নাক:কিছু মানুষের নাক সোজা থাকে কিন্তু দৈর্ঘ্য ছোট এবং সামনের দিক থেকে তীক্ষ্ণ। এই ধরনের নাকের মানুষদের ব্যক্তিত্ব খুবই বিচক্ষণ হয়। এঁরা সর্বদা ব্যবহারিক পদ্ধতিতে এগিয়ে যেতে পছন্দ করেন। স্বভাবে আনুগত্যে পূর্ণ হন। এঁদের সবচেয়ে বড় গুণ হল এঁদের সততা যা তাঁদের সর্বত্র সম্মান অর্জন করতে সাহায্য করে। এই ধরণের মানুষদের খুব সহজেই বিশ্বাস করা যায়। তবে, এঁরা অনেক চিন্তাভাবনার পরে মানুষকে বিশ্বাস করে।
advertisement
9/11
পাখির ঠোঁটের মতো নাক:কিছু মানুষের নাক হুবহু পাখির ঠোঁটের মতো আকৃতির হয়। এই ধরনের মানুষদের খুব বোধ বিচার এবং গভীর ব্যক্তিত্ব থাকে। এঁরা ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকেন এবং সহজ ও সরলভাবে কাজ করতে পছন্দ করে। এঁদের মধ্যে ত্যাগ ও নিষ্ঠার এক বিরাট অনুভূতি রয়েছে। এঁদের বুদ্ধিমত্তা এবং চিন্তাভাবনার কারণে এঁরা অন্যদের থেকে আলাদা হন।
advertisement
10/11
খুব তীক্ষ্ণ নাক:কিছু মানুষের নাকের ডগা খুব সূক্ষ্ম থাকে। এই ধরনের ব্যক্তিরা সবকিছু সুসংগঠিতভাবে করতে পছন্দ করেন। এঁরা তাঁদের সমস্ত কাজ নিজেরাই করতে সক্ষম হয়ে থাকেন। এঁদের নেতৃত্বের ক্ষমতা অসাধারণ। এঁরা কেউ প্রতারণা করলে তা সহ্য করতে পারেন না। যে ব্যক্তি তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাঁদের কোনওদিন ক্ষমা করতে পারেন না এঁরা।
advertisement
11/11
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
টিয়াপাখির ঠোঁটের মতো 'বাঁকা' নাকি 'খেঁদা'...? নাকই বলে দেবে আপনি কেমন মানুষ, নিমেষে চিনে নিন চরিত্র! বুঝে নিন কে কেমন মানুষ!