TRENDING:

আপনার হাতে এই ‘M’ রেখা আছে? থাকলে কী হয় জানেন না নিশ্চই! চমকে যাবেন শুনলে!

Last Updated:
Meaning Of M Sign On Palm: হাতের রেখা শুধু ভাগ্যই বলে দিতে পারে না চিনিয়ে দিতে পারে ব্যক্তিত্বও। জ্যোতিষশাস্ত্র বলে, হাতের রেখা দিয়ে মানুষের চরিত্র চিনে নেওয়া যায়।
advertisement
1/9
আপনার হাতে এই ‘M’ রেখা আছে? থাকলে কী হয় জানেন না নিশ্চই! চমকে যাবেন শুনলে!
হাতের রেখা শুধু ভাগ্যই বলে দিতে পারে না চিনিয়ে দিতে পারে ব্যক্তিত্বও। জ্যোতিষশাস্ত্র বলে, হাতের রেখা দিয়ে মানুষের ব্যক্তিত্ব চিনে নেওয়া যায়। এই শাস্ত্র অনুযায়ী আপনি মানুষটা কেমন, তা আপনার হাত দেখেই বলে দিতে পারেন বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্রজ্ঞরা।
advertisement
2/9
হৃদয়রেখা, আয়ুরেখা, শীর্ষরেখা-সহ অনেক রেখাই হাতে দেখা যায়। কিছু রেখা সম্পর্কে কিছু সার্বিক জ্ঞান আমাদের কম-বেশি থাকে। আবার কিছু রেখার মানে বা অর্থ আমরা কেউই তেমন জানি না। আপনারাও নিশ্চই রেখা নিয়ে শুনেছেন অনেক কথা। কিন্তু সব রেখার মানে জানেন কি?
advertisement
3/9
বলা হয়, যে ব্যক্তির হাতে এই ধরণের M চিহ্ন বা লাইন থাকে, তিনি খুবই ভাগ্যবান। এই ‘এম’ চিহ্নটি হৃদয়রেখা, মস্তিষ্করেখা আর জীবনরেখার সমন্বয়ে তৈরি হয়ে থাকে।
advertisement
4/9
কিন্তু সবার হাতেই কি দেখা যায় এই রেখা? উত্তর হল, না, সবার হাতে এই চিহ্ন দেখা যায় না। আবার সবারটা সমান স্পষ্টও হয় না। কিন্তু জ্যোতিষবিজ্ঞান বলে, এই ‘এম’ চিহ্ন থাকা ব্যক্তিরা বেশ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বিবেবকবান হন।
advertisement
5/9
কোনও পুরুষের হাতে যদি এই চিহ্ন থাকে, তাহলে তিনি জীবনে অনেক সম্মান ও যশের অধিকারী হন। ধনী ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে সমাজে জায়গা করে নেন।
advertisement
6/9
এঁরা একদিকে জীবনসঙ্গীকে যেমন সম্মানের শ্রেষ্ঠ জায়গায় বসান, তেমনই জীবনসঙ্গীর কাছ থেকেও অনেক ভালোবাসা পেয়ে থাকেন।
advertisement
7/9
জ্যোতিষবিদ্যা বলে, যে ব্যক্তির হাতে এই 'এম' চিহ্ন থাকে, তিনি অত্যন্ত ভাগ্যবান হন। আবার কোনও নারীর হাতে যদি এই চিহ্ন থাকে, তা হলে পুরুষের তুলনায় তিনি অপেক্ষাকৃত বেশি ভাগ্যবতী হয়ে থাকেন।
advertisement
8/9
পাশাপাশি কিন্তু এরা খুবই চালাক, সরলমনা এবং কাজে দক্ষ হয়ে থাকেন। এরা আদর্শ মা হতে পারেন।
advertisement
9/9
সর্বশেষে বলি, উপরোক্ত সব দাবি কিন্তু সবই করছে জ্যোতিষশাস্ত্র। বাস্তব জীবনে এর সত্যতা নিউজ 18 বাংলা পরখ করে দেখেনি। তাই ব্যতিক্রম হলে তার দায় কোনওভাবেই নিউজ 18 বাংলার নয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
আপনার হাতে এই ‘M’ রেখা আছে? থাকলে কী হয় জানেন না নিশ্চই! চমকে যাবেন শুনলে!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল