Oracle Speaks: ওরাকল স্পিকস ২৬ জানুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
- Published by:Debalina Datta
Last Updated:
Oracle Speaks: ওরাকল স্পিকস ২৬ জানুয়ারি: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
advertisement
1/14

#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
advertisement
2/14
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ অলসতার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে। শপিংয়ে কিছুটা সময় নষ্ট হতে পারে। লাকি সাইন – একটি অ্যালবাম
advertisement
3/14
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। মূল্যবান সম্পর্কেও কথা বলার প্রয়োজন রয়েছে। পার্টনারের সঙ্গে সম্পর্ক নিয়ে আরও গভীর ভাবে আলোচনা করা উচিত। লাকি সাইন – একটি পুরনো মোটর সাইকেল
advertisement
4/14
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। দায়িত্ব পালনের জন্য কোনও নতুন বন্ধু জুটতে পারে। বকেয়া কাজ মিটিয়ে ফেলতে হবে। লাকি সাইন- একটি কি চেন
advertisement
5/14
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। খুব ব্যস্ততার মুহূর্তেও পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। লিডারশিপের সুযোগ মিলতে পারে। লাকি সাইন- একটি লাল প্রবাল
advertisement
6/14
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। কাউকে দুঃখ দিয়ে থাকলে এটাই অনুশোচনার সময়। অতিরিক্ত খাওয়ার অভ্যেস আজ এড়িয়ে যাওয়াই ভালো। লাকি সাইন- একটি রামধনু রঙের আর্টিকেল
advertisement
7/14
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। বিদেশে কাজের সুযোগ মিলবে। আগামী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিতে হবে। লাকি সাইন- একটি কফি শপ
advertisement
8/14
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। মনোরঞ্জনের নতুন দিকে আকর্ষণ বাড়বে। আজ বাড়তি কাজের চাপ আসতে পারে। লাকি সাইন- একটি কাচের জাগ
advertisement
9/14
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। কাজের বর্তমান উন্নতিতে মনযোগ দিতে হবে। আজকের পরিশ্রম আগামীতে সাফল্য নিয়ে আসবে। লাকি সাইন– একটি ব্যাটারির সেট
advertisement
10/14
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজকের দিনটি মন্দ গতিতে কাতবে। তাড়াতাড়ি বিশ্রামের জন্য প্রস্তুতি নেওয়া ভালো। লাকি সাইন– পছন্দের পুরনো উপন্যাস
advertisement
11/14
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নতুন সম্ভাবনার দেখা মিলবে। কাজের চাপ কম থাকায় নতুন কাজে সময় দেওয়ার সুযোগ রয়েছে। লাকি সাইন– একটি তামার গ্লাস
advertisement
12/14
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ক্লান্ত মনে হলেও আজকের দিনটি স্বাভাবিক ভাবেই কাটবে। লাকি সাইন– একটি সিরিয়াল বোল
advertisement
13/14
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কোনও কাছের বন্ধু আজ পারিবারিক ব্যাপারে সাহায্য চাইতে পারে। সঞ্চয় করে রাখা অর্থের আজ সদ্বব্যবহার হবে। লাকি সাইন- একটি ক্রিস্টাল জার
advertisement
14/14
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য: পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত। বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন। শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন। একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্ট ই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ২৬ জানুয়ারি; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!