Vastu Tips: প্রতি শনিবার ১১টি আম্র পল্লব দিয়ে করুন এই কাজ, ভরে উঠবে সংসার, সুখবরের বন্যা বয়ে যাবে
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Mango Leaves Vastu: আমরা অনেকেই শুভ কাজে বাড়ির মূল প্রবেশদ্বারের বাইরে বা বাড়ির চারপাশে আমের পাতার সারি ঝুলিয়ে থাকি৷ কারণ, বাস্তুশাস্ত্র বলে এর ফলে বাড়ির মধ্যে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করে না। এটি সংসারে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত করে।
advertisement
1/8

আম পাতা সংক্রান্ত বাস্তু টিপস: বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো থেকে শুরু করে প্রতিটি শুদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান৷ আম্রপল্লব ছাড়া কখনওই সুসম্পন্ন হয় না৷ হিন্দু ধর্মে আম গাছের বিজোড় পাতার বিশেষ গুরুত্ব রয়েছে৷ শুধু তাই নয়, বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, এই আম পাতা দিয়ে নির্দিষ্ট কিছু আচার পালন করলেই বহু সমস্যা ছেতে মুক্তি পেতে পারবেন একজন মানুষ৷ আসুন সেই সমস্ত প্রতিকারের বিষয়ে বিশদে জেনে নিই..
advertisement
2/8
আম গাছের পাতা এবং কাঠ শুভ কাজে ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রে আম পাতার কিছু প্রতিকারের কথা বলা হয়েছে যার মাধ্যমে কোনও মানুষ অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
3/8
হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্রে ছোটখাটো জিনিস থেকে শুরু করে বড় জিনিস, কোন ঘরে কী ভাবে রাখবেন সেই সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি রয়েছে। একইভাবে, বাস্তুশাস্ত্রে আম পাতার নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে। ধরুন, দীর্ঘদিন ধরে কোনও কাজ আপনার আটকে রয়েছে, বা শত চেষ্টা করেও কোনও কাজ শেষ করতে পারছেন না, আম পাতা দিয়ে করা নির্দিষ্ট আচারে কেটে যায় সেই বাধা৷
advertisement
4/8
আমরা অনেকেই শুভ কাজে বাড়ির মূল প্রবেশদ্বারের বাইরে বা বাড়ির চারপাশে আমের পাতার সারি ঝুলিয়ে থাকি৷ কারণ, বাস্তুশাস্ত্র বলে এর ফলে বাড়ির মধ্যে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করে না। এটি সংসারে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত করে।
advertisement
5/8
কাজে সাফল্য: শনিবার আম পাতা ব্যবহার করে পূজা করলে বাধাগ্রস্ত কাজ সম্পন্ন হয়। ঠাকুরঘর আম পাতা ও প্রদীপ দিয়ে সাজাতে হবে এবং গণেশ মূর্তির কাছে রাখতে হবে আমের পাতা। এমন করলে সংসারে কখনও অর্থের অভাব হবে না।
advertisement
6/8
আম হনুমানজির প্রিয় ফল বলে মনে করা হয়। হনুমান মন্দিরে আমের পাতায় চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখে প্রতিদিন পূজা করুন। এতে হনুমানজির কৃপা পাওয়া যায়। শুধু তাই নয়, পুজোয় আম ও আমের পাতা ব্যবহার করলে ভগবান হনুমানের বিশেষ কৃপা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
advertisement
7/8
প্রতি শনিবার এগারোটি আমের পাতা চন্দ্রকে নিবেদন করতে হবে। এই শনিবার আমের পাতার সারি বাঁধা হলে, পরের শনিবার তা খুলতে হবে। তবে আমের পাতার সঙ্গে কখনওই প্লাস্টিকের ফুল ঝুলিয়ে রাখবেন না। এতে সংসারে সমৃদ্ধি আসে, স্বাস্থ্য সমস্যা দূর হয়।
advertisement
8/8
আম পাতার চারপাশের পরিবেশ ইতিবাচকভাবে শক্তিদায়ক। তাই আমের পাতা প্রতিটি শুভ কাজে এবং উৎসবের জন্য ব্যবহার করা হয়।(দাবি: এই নিবন্ধটি শুধুমাত্র জনপ্রিয় বিশ্বাস এবং ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। News18 এটি যাচাই করেনি। এটি নিশ্চিতভাবে সত্য বলে কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই। )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: প্রতি শনিবার ১১টি আম্র পল্লব দিয়ে করুন এই কাজ, ভরে উঠবে সংসার, সুখবরের বন্যা বয়ে যাবে