Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে নিবেদন করুন এই ভোগ... খুলে যাবে কপাল... কাটবে বাধা-বিঘ্ন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
advertisement
1/8

আসছে মহাশিবরাত্রি। আগামী সপ্তাহে ৮ মার্চ উদযাপিত হবে এ বছর ফাল্গুন মাসের এই মহাপার্বণ। শিবভক্তদের কাছে এই পার্বণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/8
মহাশিবরাত্রিতে সারা দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে৷ অনেকে চার প্রহরে জল অর্পণ করেন৷ আবার কোনও কোনও ভক্ত এক বার পুজো অর্পণ করেন৷
advertisement
3/8
মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি, একটি আসন, প্রদীপ, সলতে, ঘণ্টা, কলস ও তামার পাত্র, পুজোর থালি, শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড়,দেশলাই বাক্স, ধূপকাঠি, চন্দনবাটা, ঘি, কর্পূর, সিঁদুর, বিল্বপত্র, বিভূতি, আকন্দফুল৷
advertisement
4/8
শাস্ত্রমতে অনুসারে ১১ মাসে শিবরাত্রি হয়ে থাকে ৷ কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাশিবরাত্রি নামেই পরিচিত ৷ এর হিন্দু ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করা শুভ। সিদ্ধি শিবের বিশেষ প্রিয়। ঠান্ডাই ছাড়াও লস্যির ভোগ নিবেদন করা যায়।
advertisement
6/8
শাস্ত্রমতে মালপোয়াও শিবের বিশেষ প্রিয়। মহাশিবরাত্রির দিনে শিবকে মালপোয়ার ভোগ ও হালুয়া নিবেদন করতে পারেন।
advertisement
7/8
শাস্ত্রমতে শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ ও পবিত্র হয়। ভোগ তৈরির আগে রান্নাঘর ও বাসনপত্র ভালভাবে পরিষ্কার করে শুদ্ধ করে নিন। স্নানের পরই ভোগ রান্না করবেন।
advertisement
8/8
Disclaimer: নিউজ ১৮ বাংলা পাঠকদের কোনও রীতি বা নিয়ম মানতে বাধ্য করে না
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Maha Shivratri 2024: মহাশিবরাত্রিতে নিবেদন করুন এই ভোগ... খুলে যাবে কপাল... কাটবে বাধা-বিঘ্ন