Numerology Tips: নতুন গাড়ি কিনছেন? সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নিন কোন গাড়ির নম্বর আপনার জন্য লাকি
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Numerology Tips: সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি সংখ্যার নিজস্ব এনার্জি থাকে। যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে।
advertisement
1/7

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছর। আর গোটা বছরটি কেমন ভাবে কাটাতে হবে, তাই বছরের শুরুতেই আমরা নতুন লক্ষ্য এবং স্বপ্ন নির্ধারণ করি। কিছু মানুষের জন্য অবশ্য গাড়ি কেনা রেজোলিউশনের তালিকায় থাকে। কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেন না যে, গাড়ির নম্বর কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে।
advertisement
2/7
সংখ্যাতত্ত্ব অনুযায়ী, প্রতিটি সংখ্যার নিজস্ব এনার্জি থাকে। যা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা ব্যাখ্যা করে জানান যে, কোন সংখ্যা সৌভাগ্য বয়ে আনতে পারে। আবার কোন সংখ্যা এড়িয়ে চলতে হয়। আর কোন সংখ্যা কোনও কাজেই আসবে না।
advertisement
3/7
বন্ধুত্বপূর্ণ সংখ্যা: সংখ্যাতত্ত্বে কিছু সংখ্যা আমাদের এনার্জির সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে। যা বন্ধুত্বপূর্ণ সংখ্যা বা ফ্রেন্ডলি নম্বর বলে পরিচিত। এই সংখ্যাগুলি এক ব্যক্তির জীবনের আনন্দ, শান্তি এবং সাফল্য বাড়ানোর জন্য দায়ী। উদাহরণ হিসেবে বলা যায় যে, সংখ্যা ১,৩ এবং ৫-কে বন্ধুত্বপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য করা হয়। আর এই সংখ্যাগুলি নম্বর প্লেটে থাকলে যাত্রাপথ, উন্নতি এবং কৃতিত্ব অনেকটাই মসৃণ হয়ে যেতে পারে।
advertisement
4/7
শত্রু সংখ্যা: অন্যদিকে, কিছু সংখ্যা আমাদের এনার্জির সঙ্গে মেলে না। যার জেরে প্রতিকূল প্রভাব তৈরি হয়। এই সংখ্যাকে শত্রু সংখ্যা বা এনিমি নম্বর বলা হয়। যা এড়িয়ে চলাই ভাল। শত্রু সংখ্যার ক্যাটাগরিতে পড়ে ৪, ৬ এবং ৮-এর মতো সংখ্যা। নম্বর প্লেটে এই সংখ্যা থাকলে চ্যালেঞ্জ বা বিপদ আসে। কাঙ্ক্ষিত সাফল্য লাভ হয় না।
advertisement
5/7
নিরপেক্ষ সংখ্যা: নিউট্রাল নম্বর বা নিরপেক্ষ সংখ্যা উল্লেখযোগ্য ভাবে এনার্জি বাড়ায় না কিংবা কমায় না। কোনও বড় ওঠা-পড়া না করেই এই সংখ্যাগুলি ভারসাম্য রক্ষা করে। এই সংখ্যার তালিকায় রয়েছে ২, ৭ এবং ৯। তাই নম্বর প্লেটে এই সংখ্যাগুলি তেমন উপযোগীও নয় কিংবা ক্ষতিকরও নয়।
advertisement
6/7
সংখ্যা বাছাই করার উপায়: একটি গাড়ি কেনার ক্ষেত্রে উপযুক্ত নম্বর প্লেট বেছে নেওয়া আবশ্যক। যাতে যাত্রাপথ মসৃণ হয়। কীভাবে গণনা করতে হবে, সেটাই দেখে নেওয়া যাক। ধরা যাক, কারও জন্মদিন ৩০.০৭.১৯৮৯। এই জন্মতারিখের প্রত্যেকটি সংখ্যাকে যোগ করতে হবে। ৩ + ০ + ০ + ৭ + ১ + ৯ + ৮ + ৯ = ৩৭। ৩ + ৭ = ১০। ১ + ০ = ১
advertisement
7/7
এক্ষেত্রে তাঁর ডেস্টিনি নম্বর হল ১। আর এই ডেস্টিনি সংখ্যা ১-এর বন্ধুত্বপূর্ণ সংখ্যাগুলির মধ্যে পড়ে ১, ২, ৩, ৫, ৬ এবং ৯। তাই জীবনে ইতিবাচকতা আনার জন্য নম্বর প্লেটে এই নম্বরগুলি রাখার চেষ্টা করতে হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Numerology Tips: নতুন গাড়ি কিনছেন? সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নিন কোন গাড়ির নম্বর আপনার জন্য লাকি