Numerology: এই তারিখগুলোর মধ্যে কী আপনার জন্মদিন আছে? তাহলে জেনে নিন নিজের ভাগ্য!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Numerology: কোন পথে চলবে আপনার ভাগ্য? টাকাই টাকা, নাকি চরম অর্থের অভাব? এই তারিখে জন্ম হয়নি তো আপনার? মিলিয়ে নিন
advertisement
1/5

জন্ম তারিখের সঙ্গে জড়িয়ে থাকে ভাগ্য! এমনটাই মনে করা হয় জ্যোতিষ মতে। প্রত্যেক জন্ম তারিখের একটা মূলাঙ্ক হয়। যেমন আপনার যদি জন্ম হয় কোনও মাসের ১৫ তারিখে, তবে মূলাঙ্ক হবে ১+৫=৬, অর্থাৎ ৬ হল আপনার সংখ্যা! কয়েকটি সংখ্যা এই জন্ম মূলাঙ্ক হিসেবে রয়েছে। সেই জাতক বা জাতিকারা দারুণ ভাগ্যের অধিকারী হন। জেনে নিন আপনিও নেই তো সেই দলে! photo source collected
advertisement
2/5
কিছু বিশেষ সংখ্যা রয়েছে। সেই বিশেষ সংখ্যার জাতক জাতিকারা শুধু নিজেরা নয়। পরিবারের জন্যও শুভ ফল বয়ে আনে। photo source collected
advertisement
3/5
প্রথম হল ৭। কেউ যদি ৭ তারিখে জন্ম গ্রহন করেন তবে তাঁর জীবনে অর্থের অভাব কখনই হয় না। photo source collected
advertisement
4/5
আবার কারও জন্ম ১৬ তারিখে হলেও বিষয়টা এক। মূলাঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে ১+৬=৭, অর্থাৎ বাবা মা, পরিবারের এবং নিজের জন্য সব সময় শুভ বার্তায় আনেন তাঁরা!photo source collected
advertisement
5/5
ঠিক তেমন ২৫ তারিখে জন্ম হলেও এক শুভ ভাগ্য হয়। কারণ মূলাঙ্ক দাঁড়াচ্ছে ২+৫=৭, এই জাতক-জাতিকারা মন থেকে খুব সরল হন। দৃঢ় মনের জোড় হয়। এবং জীবনে অর্থের অভাব কখনও হয় না!photo source collected
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Numerology: এই তারিখগুলোর মধ্যে কী আপনার জন্মদিন আছে? তাহলে জেনে নিন নিজের ভাগ্য!