TRENDING:

Numerology : এই তারিখে জন্ম? ২০২২ আপনাকে করবে মালামাল! অপেক্ষা করছে সোনালি সাফল্যের দিন...

Last Updated:
Numerology: ২০২২ সালের মূলাঙ্ক হল ৬। এটি শুক্রগ্রহের সংখ্যা। সেই কারণে এই বছরের উপর শুক্রগ্রহের প্রভাব থাকবে।
advertisement
1/10
এই তারিখে জন্ম? ২০২২ আপনাকে করবে মালামাল! অপেক্ষা করছে সোনালি সাফল্যের দিন...
শুরু হয়ে গিয়েছে নতুন বছর ২০২২। আর শুরুতেই ওমিক্রন হামলার জেরে বিধিনিষেধের কড়াকড়ি চালু হয়েছে রাজ্যে রাজ্যে। রোজই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের গ্রাফ। তবে এর মধ্যেই কিছু ভালো খবরও অপেক্ষা করছে আপনাদের জন্য। ২০২২-এ কাদের ব্যাংকে বাড়তে চলেছে টাকা? ফুলেফেঁপে উঠবে পকেট? সেইসবের হদিস দিচ্ছে নিউমরোলজিস্টরা।
advertisement
2/10
শুরু হয়ে গিয়েছে নতুন বছর ২০২২। আর শুরুতেই ওমিক্রন হামলার জেরে বিধিনিষেধের কড়াকড়ি চালু হয়েছে রাজ্যে রাজ্যে। রোজই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের গ্রাফ। তবে এর মধ্যেই কিছু ভালো খবরও অপেক্ষা করছে আপনাদের জন্য। ২০২২-এ কাদের ব্যাংকে বাড়তে চলেছে টাকা? ফুলেফেঁপে উঠবে পকেট? সেইসবের হদিস দিচ্ছে নিউমরোলজিস্টরা।
advertisement
3/10
নিউমেরোলজি অনুসারে ২০২২ সালের মূলাঙ্ক হল ৬। এটি শুক্রগ্রহের সংখ্যা। সেই কারণে এই বছরের উপর শুক্রগ্রহের প্রভাব থাকবে। কন্যা রাশিতে শুরু হয়েছে নতুন বছর। সেই কারণে মিশ্র ফল পাওয়া যাবে। বছরের শুরুতে চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে। তার ফলে মঙ্গলেরও প্রভাব থাকবে।
advertisement
4/10
সংখ্যাতত্ত্ববিদরা জানাচ্ছেন যে কোনও মাসের ৬, ১৫ ও ২৪ তারিখে যাঁদের জন্ম এই বছর তাঁরা আর্থিক ভাবে লাভবান হবেন।
advertisement
5/10
এছাড়া এই বছর যাঁরা ৬, ১৫, ২৪, ৩৩ বা ৪২ বছরে পড়ছেন তাঁদের জন্যও এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে। আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে এঁদের জীবনে। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের জাতকদেরও জন্য ২০২২ সালে কোনও সুখবর অপেক্ষা করে আছে।
advertisement
6/10
এছাড়া যাঁরা বৃষ, সিংহ, তুলা, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতক, তাঁরাও এই বছর দারুণ ভাবে লাভবান হবেন। যাঁদের জন্মছকে শুক্র বা চন্দ্রের অবস্থান ভালো, তাঁরাও এই বছর লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন।
advertisement
7/10
২০২২-এ কাদের জন্য দুর্ভাগ্য অপেক্ষা করে আছে জেনে নেওয়া যাক।কোনও মাসের ১, ৯, ১০, ১৮ বা ২৭ তারিখে জন্ম হতে ২০২২সাল আপনার জন্য ভালো কাটবে না। সব কাজেই কিছুটা সতর্ক থাকা আপনার প্রয়োজন। এছাড়া যাঁদের জন্মছকে শুক্র বা মঙ্গল খারাপ অবস্থায় আছে তাঁদেরও এই বছর নানা প্রতিকূলতার মধ্যে পড়তে হবে। এঁরা অপ্রয়োজনে ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন। এছাড়া মাদকাসক্ত হলে বা অন্যকে সমস্যায় ফেলার অভ্যেস থাকলে ২০২২ তাঁদের জন্য দুঃস্বপ্নের মতো হতে পারে।
advertisement
8/10
২০২২-এর টোটকা * ২০২২-এ সব অশুভ প্রভাব দূরে রাখতে বুড়ো আঙুলে একটা রূপোর আঙটি পরুন।
advertisement
9/10
* প্রতিদিন দেবী লক্ষ্মীর আরাধনা করুন। সারা বছর প্রতি শুক্রবার শ্রী শুক্তম পাঠ করুন।
advertisement
10/10
* এই বছর কালো রঙের পোশাক যতটা সম্ভব কম পরার চেষ্টা করুন। গোলাপী ও ক্রিম রঙের জামাকাপড় বেছে নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Numerology : এই তারিখে জন্ম? ২০২২ আপনাকে করবে মালামাল! অপেক্ষা করছে সোনালি সাফল্যের দিন...
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল