999: আজকের দিনেই ৯-৯-৯ এর অদ্ভুত সংযোগ! মঙ্গলের শুভ দিনে এই কাজ করলেই কাটবে জীবনের সব বাধা, জেনে নিন জ্যোতিষ টোটকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তৈরি হয়েছে ৯-৯-৯ এর মহাসংযোগ। উপরন্তু মঙ্গলবার হওয়ার আরও বেশি গুরুত্ব বেড়েছে এই দিনের।
advertisement
1/7

জ‍্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল সংখ‍্যাতত্ত্ব। সংখ‍্যাতত্ত্ব মানুষের জীবন বিভিন্ন সংখ‍্যার রহস‍্যে মোড়া। আজ কত তারিখ? তাও দিন, বছর, মাসের সংখ‍্যা। আজ ৯ সেপ্টেম্বর দিনটি নিউমেরোলজি বা সংখ‍্যাতত্ত্বের বিচারে অসাধারণ একটি দিন।
advertisement
2/7
৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তৈরি হয়েছে ৯-৯-৯ এর মহাসংযোগ। উপরন্তু মঙ্গলবার হওয়ার আরও বেশি গুরুত্ব বেড়েছে এই দিনের। হনুমান জি এবং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত এই দিনের কী গুরুত্ব রয়েছে? জেনে নিন
advertisement
3/7
সাল ২০২৫ এ ৯ সেপ্টেম্বরের তারিখকে সংখ্যা জ্যোতিষ অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ। কারণ তারিখ ৯। অন‍্যদিকে মাস সেপ্টেম্বর, যা ৯ নম্বর মাস। অন‍্যদিকে সাল ২০২৫, যার যোগফল ৯ (২+২+‍৫)।
advertisement
4/7
এইভাবেই তৈরি হয়েছে ৯ ৯ ৯ এর অদ্ভুত সংযোগ। ৯ সেপ্টেম্বর ২০২৫ এর দিনের একটি বিশেষ বিষয় হল যে এই দিনটি মঙ্গলবার যা হনুমান জির দিন এবং মঙ্গল গ্রহের অধিপতি হলেন হনুমান জি।
advertisement
5/7
৯ সংখ‍্যাটিও সংখ‍্যাতত্ত্ব অনুযায়ী অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে জ‍্যোতিষশাস্ত্র মতে এই বিশেষদিনটি অত‍্যন্ত শুভ। এবং এইদিনে কয়েকটি নিয়ম মানলে জীবনে প্রভূত উন্নতি হবে বলেই জানাচ্ছেন জ‍্যোতিষীরা।
advertisement
6/7
এই দিনে আশ্বিন কৃষ্ণ দ্বিতীয়া তিথি এবং গণ্ড যোগ তৈরি হচ্ছে। এমন অবস্থায় এই দিনে কোনও কাজ মন থেকে কোনও ব‍্যক্তি স্থির করলে সে সেই কাজে সফল হতে পারে।
advertisement
7/7
৯ সেপ্টেম্বর ২০২৫ এ মঙ্গল দোষ দূর করার জন্য একটি আদর্শ দিন। এইদিনে মঙ্গল দোষ কাটাতে একটি টোটকা করা যেতে পারে। এইদিনে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দেওয়া যেতে পারে। বিভিন্ন কাজে বাধা কাটাতে হনুমান চালিসা পাঠ করাও খুব শুভ হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
999: আজকের দিনেই ৯-৯-৯ এর অদ্ভুত সংযোগ! মঙ্গলের শুভ দিনে এই কাজ করলেই কাটবে জীবনের সব বাধা, জেনে নিন জ্যোতিষ টোটকা