Nirjala Ekadashi: এক উপবাসেই মিলবে সমস্ত একাদশীর পূণ্য! এই বছর নির্জলা একাদশী কবে? শুভ মুহূর্ত থেকে তারিখ, জেনে নিন সবকিছু
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Nirjala Ekadashi 2025 Date: তিরুপতির জ্যোতিষাচার্য ডঃ কৃষ্ণ কুমার ভার্গব বিস্তারিতভাবে জানালেন নির্জলা একাদশী পালন করার সঠিক নিয়ম। তিনি জানলেন এইদিন ঠিক কী করা উচিত এবং কী করা উচিত নয়।
advertisement
1/10

একাদশী তিথি থাকে প্রতি মাসেই। তবে কয়েকটি একাদশীর গুরুত্ব এর মধ‍্যে বিশেষ। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে পালন করা হয় নির্জলা একাদশী। শাস্ত্র অনুসারে এই একাদশী অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/10
নির্জলা একাদশীকে ভীম একাদশী বা ভীমসেনী একাদশীও বলা হয়। এই উপবাসে অন্ন এবং জল গ্রহণ করা হয় না। সেই কারণেই এই একাদশীর নাম নির্জলা একাদশী।
advertisement
3/10
তিরুপতির জ্যোতিষাচার্য ডঃ কৃষ্ণ কুমার ভার্গব বিস্তারিতভাবে জানালেন নির্জলা একাদশী পালন করার সঠিক নিয়ম। তিনি জানলেন এইদিন ঠিক কী করা উচিত এবং কী করা উচিত নয়।
advertisement
4/10
পাশাপাশি জ্যোতিষাচার্য আরও জানালেন এই একাদশী সঠিকভাবে পালন করে পুণ‍্য লাভ হয়। তাঁর মতে, এই একাদশী পালনে পাপ মুছে যায় এবং ভগবান বিষ্ণু কৃপায় মোক্ষ লাভ হয়। পাশাপাশি জ্যোতিষাচার্য আরও জানালেন এই একাদশী সঠিকভাবে পালন করে পুণ‍্য লাভ হয়। তার মতে, এই একাদশী পালনে পাপ মুছে যায় এবং ভগবান বিষ্ণু কৃপায় মোক্ষ লাভ হয়।
advertisement
5/10
২০২৫ হিন্দু ক‍্যালেন্ডার অনুযায়ী, নির্জলা একাদশী পালন ৬ জুন তারিখে। । পঞ্জিকা অনুসারে একাদশী তিথি পড়বে ৬ জুন রাত ২টো ১৫ মিনিটে। পরের দিন, অর্থাৎ ৭ জুন ভোর ৪টে ৪৭ মিনিট পর্যন্ত একাদশী থাকবে। ৭ জুন একাদশীর ব্রত ভঙ্গ করতে হবে।
advertisement
6/10
উদয়াতিথির ভিত্তিতে নির্জলা একাদশীর উপবাস ৬ জুন শুক্রবার রাখা হবে। তবে নির্জলা একাদশীর উপবাস দুই দিন হবে। গৃহস্থেরা নির্জলা একাদশীর উপবাস ৬ জুন এবং বৈষ্ণব জন ৭ জুন উপবাস রাখার পরামর্শ দিলেন জ‍্যোতিষবিদ।
advertisement
7/10
নির্জলা একাদশীর দিন ব্রহ্ম মূহুর্ত ভোর ৪টে ২ থেকে সকাল ৪টে ৪২ মিনিট পর্যন্ত। সেই দিন শুভ সময় অর্থাৎ অভিজিত মূহুর্ত সকাল ১১ টা ৫২ মিনিট থেকে দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত। ব্রহ্ম মূহুর্ত স্নানের জন্য ভাল বলে মনে করা হয়। অভিজিত মূহুর্তে কোনও শুভ কাজ করতে পারেন
advertisement
8/10
নির্জলা একাদশী ২০২৫ যোগ এবং নক্ষত্র ৬ জুন নির্জলা একাদশীর দিন ব্যতিপাত যোগ সকাল ১০:১৩ পর্যন্ত, তার পরে বরিয়ান যোগ হবে। সেই দিন হস্ত নক্ষত্র সকাল ৬:৩৪ মিনিট পর্যন্ত, তার পরে চিত্রা নক্ষত্র।
advertisement
9/10
নির্জলা একাদশী উপবাসের গুরুত্ব নির্জলা একাদশীর দিন উপবাস, পূজা, স্নান এবং দান করলে পূণ্য লাভ হয়, পাপ মুছে যায় এবং বিষ্ণু কৃপায় মোক্ষ লাভ হয়।
advertisement
10/10
জ‍্যোতিষাচার্যের পরামর্শ সারাবছর অন‍্য কোনও উপবাস পালন না করতে পারলেও নির্জলা একাদশীর উপবাস অবশ্যই করা উচিত। সেই দিন জল, অন্ন দান করার পরামর্শ দিলেন তিনি। এই উপবাস করলে আপনার মন:স্কামনা পূর্ণ হবে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Nirjala Ekadashi: এক উপবাসেই মিলবে সমস্ত একাদশীর পূণ্য! এই বছর নির্জলা একাদশী কবে? শুভ মুহূর্ত থেকে তারিখ, জেনে নিন সবকিছু