New Year 2025 Horoscope: হাতে আর কয়েকদিন, রাশিতে রাশিতে তুফানি খেল, কপালে একদম চকাচক যোগ, আপনি কি ভাগ্যবান হতে পারলেন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
New Year 2025 Horoscope: ২০২৫ ভাগ্য চকচকে বেশ কিছু রাশির! গ্রহদের রাশি পরিবর্তনে ভাগ্যের চাকা ঘুরবে সহজেই, কোন কোন রাশির ছপ্পড় ফাড় ভাগ্য
advertisement
1/11

২০২৫ সাল বৃষ রাশির জাতকদের জন্য চমৎকার হতে চলেছে। এমনকি মীন থেকে মিথুন, বৃষ, মকর ও কুম্ভ রাশির চকচকে কপাল নতুন ইংরেজি বছরে। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু ও কেতু। গ্রহদের এই রাশি পরিবর্তনে আগামী বছরে ভাগ্য খুলে যাবে পাঁচ রাশির।
advertisement
2/11
বৃষ রাশি- ২০২৫ সাল বৃষ রাশির জাতকদের জন্য চমৎকার হতে চলেছে। এই রাশির জাতকরা সব ধরনের সাফল্য পাবেন। সম্পদ ও সম্মান বাড়তে পারে। সারা বছর ভাগ্য আপনার পক্ষে থাকবে।
advertisement
3/11
আসছে বছরে অনেকবার ভাল খবর পাওয়া যাবে। আর্থিক সমস্যা দূর হবে এবং লাভের যথেষ্ট সুযোগ থাকবে। দাম্পত্য ও পারিবারিক জীবন সুখের হবে।
advertisement
4/11
মিথুন রাশি - ২০২৫ সালজুড়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মিথুন রাশির জাতকদের উপর। সুখে ভরপুর হবে বছরটি। সব ধরনের ইচ্ছা পূরণ হবে। যে কাজগুলি বারবার আটকে যাচ্ছিল, নতুন বছরের শুরুতে তাতে সফল হতে থাকবেন।
advertisement
5/11
সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অনেকে জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। হঠাৎ আর্থিক লাভের সুযোগ আসবে। যে কারণে আগামী বছরে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভাল হবে।
advertisement
6/11
মকর রাশি - ২০২৫ সাল সাফল্যে ভরপুর হবে মকর রাশির জাতক জাতিকাদের জীবন। আপনার অপূর্ণ স্বপ্ন পূরণ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে৷
advertisement
7/11
সারা বছর মন খুশি থাকবে। চাকরিজীবীরা নতুন ও বিস্ময়কর সুযোগ পাবেন। ব্যবসায় ক্রমাগত লাভ।
advertisement
8/11
মীন রাশি- কর্মজীবন ও ব্যবসায় একের পর এক সাফল্য আসবেই। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। আর্থিক লাভের সুযোগ বাড়বে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে।
advertisement
9/11
নতুন বছর মীন রাশির জাতকদের জন্য সাফল্যে পূর্ণ হবে। এ বছর বাড়ি-গাড়ির সুখ।
advertisement
10/11
কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকদের দিকেও মুখ তুলে তাকাবে ২০২৫ সাল। জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং আগের চেয়ে ভাল অবস্থা থাকবে।
advertisement
11/11
মনে খুশি এবং পরিবারে সুখ আসতে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে ২০২৫ সাল ভাল যাবে। এই বছরটি আপনার জন্য বাড়তি লাভের হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
New Year 2025 Horoscope: হাতে আর কয়েকদিন, রাশিতে রাশিতে তুফানি খেল, কপালে একদম চকাচক যোগ, আপনি কি ভাগ্যবান হতে পারলেন