Career Tips: বছরের শুরুর সপ্তাহে করুন এই কয়েকটি কাজ! কেরিয়ারে বাধা কাটবে, চাকরির পরীক্ষাতেও আসবে সাফল্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে কীভাবে ভাল কাটবে নতুন বছর
advertisement
1/7

শুরু হয়ে গিয়েছে নতুন বছর। মহাসমারোহে স্বাগত সকলে স্বাগত জানিয়েছে ২০২৪ কে। তবে, তাঁর পাশাপাশি জেঁকে বসছে আরও এক চিন্তা। নতুন বছর ভাল কাটবে তো? কর্মজীবনের পথ আরও সুগম হবে কি? জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে কীভাবে ভাল কাটবে নতুন বছর।
advertisement
2/7
জ্যোতিষশাস্ত্র মতে, এই সপ্তাহে কিছু কাজ করলেই কেরিয়ারের পথ হবে সুগম৷ সারা বছরের আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে৷ এই ব্যবস্থাগুলি অনুসরণ করে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি এবং ব্যবসায় অবস্থান এবং প্রভাব বৃদ্ধি করা সম্ভব। সেই সঙ্গে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে৷ উন্নাওয়ের জ্যোতিষী পন্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রী জানালেন ২০২৪ সালে ক্যারিয়ারের পথকে সহজ করার উপায়৷
advertisement
3/7
সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকান এতে মঙ্গল হবে৷
advertisement
4/7
ভগবান শিবের পূজা করুন: জ্যোতিষীর মতে, 2024 সালের প্রথম দিন সোমবার। তাই ওইদিন ভগবান শিবের পূজা করলে শুভ৷
advertisement
5/7
সূর্যদেবকে জল দান করুন: ২০২৪ সালে কেরিয়ারের উন্নতি করতে চাইলে জ্যোতিষমতে অবশ্যই সূর্যদেবকে জন দান করা উচিত৷
advertisement
6/7
৯ জন বালিকাকে খাওয়ান৷ সঙ্গে সবুজ রুমাল উপহার দিন৷ এতে মঙ্গল হবে৷ পাশাপাশি হনুমানজির পুজো করারও পরামর্শ দিলেন জ্যোতিষাচার্জ৷ বিশেষ করে উড়ন্ত হনুমানজির ছবি টাঙিয়ে পুজো করুন৷
advertisement
7/7
এছাড়াও, সকালে পাখিদের সাত ধরনের শস্য মিশ্রিত খাবার খাওয়ান। এতে করে চাকরি ও ব্যবসায় ভাল উন্নতি হবে এবং কর্মজীবনে চলতে থাকা সমস্যা থেকে মুক্তি মিলবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Career Tips: বছরের শুরুর সপ্তাহে করুন এই কয়েকটি কাজ! কেরিয়ারে বাধা কাটবে, চাকরির পরীক্ষাতেও আসবে সাফল্য