TRENDING:

Vastu Tips: টাকা না নিয়ে কখনওই দান করবেন না এইসব জিনিস! সুখশান্তি হারিয়ে যাবে, কাঙালও হয়ে যেতে পারেন

Last Updated:
5 Things Never Take Without Money : কিন্তু, জানেন কি, এমন কিছু জিনিস রয়েছে যা টাকা না দিয়ে কখনওই গ্রহণ করা উচিত নয়। সেটা করলে ঘটনার নেতিবাচক প্রভাব সারা জীবন ধরে পড়ে আমাদের জীবনে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে আমাদের আরও তথ্য জানাচ্ছেন।
advertisement
1/6
টাকা না নিয়ে দান করবেন না এইসব জিনিস! সুখশান্তি হারিয়ে যাবে, হয়ে যাবেন কাঙাল
টাকা না দিয়ে এই ৫টি জিনিস কখনওই গ্রহণ করবেন না: বাস্তুশাস্ত্রে এমন অনেক নিয়মের কথা বলা হয়েছে, যা মেনে চললে জীবনের অনেক সমস্যাই এড়িয়ে চলা যায়। যেমন, আমরা প্রায়ই একে অপরের মধ্যে বা প্রতিবেশীর সঙ্গে বিভিন্ন দৈনন্দিন জিনিস আদানপ্রদান করে থাকি৷ কিন্তু, জানেন কি, এমন কিছু জিনিস রয়েছে যা টাকা না দিয়ে কখনওই গ্রহণ করা উচিত নয়। সেটা করলে ঘটনার নেতিবাচক প্রভাব সারা জীবন ধরে পড়ে আমাদের জীবনে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এই বিষয়ে আমাদের আরও তথ্য জানাচ্ছেন।
advertisement
2/6
দই: বাস্তুশাস্ত্র অনুসারে, দই এমন একটি জিনিস যা টাকা ছাড়া কারও কাছ থেকে কখনওই নেওয়া বা দেওয়া উচিত নয়। প্রায়ই আমরা দই তৈরির জন্য প্রতিবেশীর কাছ থেকে অল্প পরিমাণ দই নিয়ে থাকি। কিন্তু, টাকা ছাড়া কারও কাছ থেকে দই নিলে সংসারে উত্তেজনা ও অশান্তির পরিবেশ শুরু হতে পারে৷ বিপুল অপচয় হয় অর্থের। তাই ভুল করেও টাকা ছাড়া দই নেওয়া বা দেওয়া উচিত নয়। ছবি- ক্যানভা
advertisement
3/6
কালো তিল: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রাহু-কেতু এবং শনি গ্রহের সঙ্গে কালো তিলের সম্পর্ক রয়েছে। পণ্ডিত হিতেন্দ্র শর্মা জানাচ্ছেন, অর্থের বিনাময় ছাড়া কোনও ব্যক্তিকে কালো তিল দেওয়া এবং কারও কাছ থেকে নেওয়া উচিত নয়। যদি কোনও ব্যক্তি টাকা ছাড়া কালো তিল নেন বা দেন, তাহলে তাঁকে অপ্রয়োজনীয় খরচের সম্মুখীন হতে হয়৷ অর্থের অপচয় হতে থাকে। বিশেষত, শনিবার এমন কাজ কখনওই করা উচিত নয়। ছবি- ক্যানভা
advertisement
4/6
নুন: ঘরে নুন ফুরিয়ে গেলে, প্রায়শই আমরা অনেকে প্রতিবেশী বা আত্মীয়-স্বজনের কাছে তা চেয়ে থাকি৷ কিন্তু এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকারক৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী, যদি প্রয়োজনে কারও কাছ থেকে নুন নিতেও হয়, তাহলে টাকার বিনিময়ে নিতে হয়৷ জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের সঙ্গে লবণের সম্পর্কের কথা বলা হয়েছে। নুন দান করলে শনিদেব ক্রুদ্ধ হন বলছেন বলে জানাচ্ছেন জ্যোতিষী হিতেন্দ্র। টাকা ছাড়া নুনের দেওয়া বা নেওয়া সংসারে রোগ ও ত্রুটি ডেকে আনে। এতে কোনও ব্যক্তি ঋণে ডুবে যেতে পারেন। ছবি- ক্যানভা
advertisement
5/6
রুমাল: বাস্তুশাস্ত্র অনুসারে, টাকা ছাড়া কোনও ব্যক্তির কাছ থেকে রুমাল নেওয়া বা দেওয়াও উচিত নয়। কারণ, এতে সংসারে ঝগড়া-বিবাদ বাড়ে এবং জীবনে নানা ধরনের সমস্যা আসতে শুরু করে। এ ছাড়া কাউকে উপহার হিসেবে রুমাল দেওয়া উচিত নয়। এতে করে সেই সম্পর্কের দূরত্ব বাড়বে নিশ্চিত। ছবি- ক্যানভা
advertisement
6/6
ম্যাচবাক্স: বাস্তুশাস্ত্র অনুসারে, ম্যাচবাক্স টাকা ছাড়া কারও কাছ থেকে নেওয়া বা কারওকে দেওয়া উচিত নয়। কারণ, ম্যাচ সরাসরি আগুনের সঙ্গে সম্পর্কিত। এতে করে স্বজনদের মধ্যে ক্ষোভ বিবাদ বাড়তে পারে। ঘরের শান্তি বিঘ্নিত হতে পারে। এ ছাড়া অন্য ধরনের সমস্যাও আসতে পারে। ছবি- ক্যানভা
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: টাকা না নিয়ে কখনওই দান করবেন না এইসব জিনিস! সুখশান্তি হারিয়ে যাবে, কাঙালও হয়ে যেতে পারেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল