TRENDING:

Tulsi Tree| Holy Basil Plant|| তুলসি গাছের আশেপাশে 'এই' ৬ জিনিস ভুলেও কখনও রাখবেন না, বাড়বে অশান্তি, পথের ভিখারিও হয়ে যেতে পারেন

Last Updated:
Tulsi Tree Vastu Tips: বাড়ির সমস্ত সমস্যা দূর হয় যায় তুলসি গাছ লাগলে। তবে তুলসি গাছের কাছে ভুলেও এই ৬ জিনিস রাখবেন না, তাতে রুষ্ট হতে পারেন ভগবান...
advertisement
1/7
তুলসি গাছের আশেপাশে 'এই' ৬ জিনিস ভুলেও কখনও রাখবেন না, পথের ভিখারি হয়ে যাবেন
*'হিন্দুধর্ম অনুযায়ী তুলসি গাছের গুরুত্ব কম নয়। মানুষের বিশ্বাস, এই গাছের বাস করেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী। বাড়ির সমস্ত সমস্যা দূর হয় যায় তুলসি গাছ লাগলে। তবে তুলসি গাছের কাছে ভুলেও এই ৬ জিনিস রাখবেন না, তাতে রুষ্ট হতে পারেন ভগবান। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*জুতো বা চপ্পল: বাড়িতে তুলসি গাছ লাগানোর পর সেই গাছকে মা রূপে পুজো করেন গৃহস্থ। কারণ তুলসিকে দেবীর লক্ষ্মী রূপ বলা হয়। তুলসি গাছের সামনে জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এতে নাকি তুলসি অপমানিত বোধ করেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*নোংরা এবং আবর্জনা: নোংরা বা অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী বসবাস করতে পারেন না। তাই তুলসি গাছের আশেপাশে নোংরা ও আর্বজনা রাখা উচিত নয়। এতে বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*ঝাঁটা: ঝাঁটা পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা হয়। তাই‌ ঝাঁটা কখনও তুলসি গাছের সামনে রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। অথনৈতিক ক্ষতিও হতে পারে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*কাঁটা গাছ: কাঁটা গাছ অনেকেই বাড়িতে লাগান। মনে রাখতে হবে কাঁটা গাছ কিন্তু কখনও তুলসি গাছের সামনে রাখা না হয়। এতে অশুভ শক্তির প্রভাব বাড়ে বাড়ির সুখ ও সমৃদ্ধি আটকে যায়। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*গণেশ মূর্তি: তুলসি গাছের আশেপাশে কখনও গণেশের মূর্তি রাখা উচিত নয়। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*শিবলিঙ্গ: তুলসি গাছের সামনে কখনও শিবলিঙ্গ রাখা উচিত নয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Tulsi Tree| Holy Basil Plant|| তুলসি গাছের আশেপাশে 'এই' ৬ জিনিস ভুলেও কখনও রাখবেন না, বাড়বে অশান্তি, পথের ভিখারিও হয়ে যেতে পারেন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল