Neelshasthi Vrat 2023: নীলষষ্ঠীতে শিবের তুমুল শক্তিতে মায়ের মঙ্গলময় ব্রত সিদ্ধ, সন্তানের রক্ষকবচ স্বয়ং ভোলা মহেশ্বরের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Neelshasthi Vrat 2023: আগামিকালই সেই বড় মুহূর্তে মহাদেবের আরাধনা
advertisement
1/14

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারে নীলপুজো বা নীলষষ্ঠী, নীলের দিন সন্তানের মায়েরা ব্রতপালন করেন সারাদিন উপোস থেকেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
প্রধানত মায়ের ব্রত সন্তানের মঙ্গলে হয়ে থাকে যেকোনও ষষ্ঠীতেই ৷ চৈত্র মাসের নীলষষ্ঠীতে মায়েরা নীলকণ্ঠ ভগবান শিবের কাছে সন্তানের মঙ্গলে ব্রতপালন করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
বিভিন্ন মন্দিরে মন্দিরে তাই ভিড়ও পড়ে চোখে, বাড়িতে শিবলিঙ্গ থাকলে বাড়িতেই পুজোর আয়োজন করেন মায়েরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
নীল, চড়ক তারপরেই পয়লা বৈশাখ এই নিয়েই জমজমাট বাঙালির বারোমাস্যা ৷ এই বছরে নীলষষ্ঠী পড়েছে ১৩ এপ্রিল ২০২৩ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
সাধারণত সন্তানের মায়েরা সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় ফুল, বেলপাতা, অপরাজিতা, আকন্দ, জলাভিষেক করে সন্তানের নামে মঙ্গল কামনা করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গলে উপোস করে সন্তানের দীর্ঘায়ু প্রার্থনার সঙ্গে সঙ্গে মায়েদের একটাই প্রার্থনা তাঁর সন্তান যেন শিবের মত আশুতোষ বা অল্পতেই সন্তুষ্ট হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
থাকে সুস্থ সবল ও দুধে ভাতে, প্রধানত নীল পুজোর জন্য গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা মহাদেব পছন্দ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ, করবী, অপরাজিতা, ধুতরা গাছের কাঁটা ইত্যাদি পছন্দ করেন শিব শম্ভু ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
একটি কথা প্রচলিত হয়, তিনি আশুতোষ অর্থাৎ অল্পতেই সন্তুষ্ট, শিব বেলপাতাতেই সন্তুষ্ট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
নীলষষ্ঠী নিয়ে প্রতলিত আছে শিবের সঙ্গে নীলাবতী পরমেশ্বরীর বিয়ের আচার অনুষ্ঠান পালিত হয় ৷ দক্ষযঞ্জে সতীর দেহত্যাগের পরে নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
এরপরে সেই কন্যাকে নিজের মেয়ের মত মানুষ করেন ৷ শিবের সঙ্গে বিয়ে দেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
এরপরে বাসরঘরে মক্ষিপারূপে মৃত্যু হয়, এই শোকে রাজারানিও ভগ্ন হৃদয়ে প্রাণ ত্যাগ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
অনেকের বিশ্বাস শিব ও নীলাবতীর বিয়ের স্মারকই নীলষষ্ঠী ৷ এই নিয়ে তর্ক বিতর্ক আছেন, অনেকে যুক্তি পাল্টা যুক্তিও পেশ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
Neelshasthi Vrat 2023, Nil Shasthi 2023, Lord Shiva Blessings, Shiv Powerful Activity: শিবের তুমুল শক্তিতে সন্তানের সমস্ত দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় ৷ এই নীলষষ্ঠীতে চওড়া ও হবে সন্তানের ভাগ্য ৷ Lord Shiva's hard blessings makes your child too strong to live on the occasion of Neelshasthi 2023.
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Neelshasthi Vrat 2023: নীলষষ্ঠীতে শিবের তুমুল শক্তিতে মায়ের মঙ্গলময় ব্রত সিদ্ধ, সন্তানের রক্ষকবচ স্বয়ং ভোলা মহেশ্বরের