Neelsasthi Puja: এটাই সেই মাহেন্দ্রক্ষণ...! নীলষষ্ঠীতে ঠিক এই সময়ে করুন মহাদেবের পুজো, শিবের আশীর্বাদে সন্তানের আয়-উন্নতি আটকাতে পারবে না কেউ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Neelsasthi Puja: নীলষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন, এই দিন বিশেষভাবে পুজো করা হয় ভোলেনাথের। জ্যোতিষ মতে, এবছর নীলষষ্ঠী এই দিনটি খুবই উল্লেখযোগ্য। নীলষষ্ঠীর পবিত্র দিনে মা ষষ্ঠীর পুজো দিলে সন্তানের জীবনে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যায়৷ এবং আয়-উন্নতি পথ খুলে যাবে৷
advertisement
1/7

চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় নীলষষ্ঠী। নীলের এই ব্রত মায়েরা তাঁদের সন্তানের মঙ্গল কামনায় পালন করে থাকেন।
advertisement
2/7
নীলষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন, এই দিন বিশেষভাবে পুজো করা হয় ভোলেনাথের। জ্যোতিষ মতে, এবছর নীলষষ্ঠী এই দিনটি খুবই উল্লেখযোগ্য।
advertisement
3/7
নীলষষ্ঠীর পবিত্র দিনে মা ষষ্ঠীর পুজো দিলে সন্তানের জীবনে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যায়৷ এবং আয়-উন্নতি পথ খুলে যাবে৷
advertisement
4/7
এবছর নীলষষ্ঠী তিথি অত্যন্ত শুভ হিসেবে ধরা হচ্ছে। প্রতিবছরই চৈত্র সংক্রান্তির আগে চড়ক উৎসবের আগের দিন নীলষষ্ঠী পুজো হয়।
advertisement
5/7
এবছর ১৩ এপ্রিল,রবিবার পড়েছে নীলষষ্ঠী। এদিন সকালে নয় বরং সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢেলে, সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
advertisement
6/7
নীলষষ্ঠীর এই শুভ দিনে পুজো করা মানে শুধু একটি রীতি পালন নয়, বরং সন্তান ও পরিবারের জন্য মঙ্গল কামনা করা। কারণ এধিন মা ষষ্ঠীর কৃপা থাকলে জীবনের বহু সমস্যার সমাধান এমনিই হয়ে যায়।
advertisement
7/7
নীলষষ্ঠীতে সারাদিন উপোস থাকার পর সন্ধেয় শিবের মাথায় জল ঢালার সময় বেলপাতা,ফুল, ফল, গঙ্গামাটি, গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, মহাদেবের পছন্দের ফুল, এবং অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলে ভাল ফল পাবেন উপবাসকারীরা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Neelsasthi Puja: এটাই সেই মাহেন্দ্রক্ষণ...! নীলষষ্ঠীতে ঠিক এই সময়ে করুন মহাদেবের পুজো, শিবের আশীর্বাদে সন্তানের আয়-উন্নতি আটকাতে পারবে না কেউ