Neelsasthi Puja Rules: নীলষষ্ঠীর পুজোয় দিতেই হবে এই ২ ফল! ভুলেও দেবেন না এই ২ রকম ফুল! সন্তানের মঙ্গলে মহাদেবকে অর্পণ করুন এক বিশেষ কালো দানা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Neelsasthi Puja Rules:অনেক মা সন্তানের মঙ্গলকামনায় চৈত্রমাস জুড়েই নিরামিষ খান৷ অনেকে আবার শুধু সোমবার করে নিরামিষ আহার গ্রহণ করেন৷ সেটা না পারলে নীলষষ্ঠীর আগের দিন থেকে নিরামিষ খান ব্রত পালন পর্যন্ত
advertisement
1/10

বাঙালির বারো মাসে তেরো ষষ্ঠীর অন্যতম নীল ষষ্ঠী৷ এই লৌকিক পার্বণ পালিত হয় চৈত্র সংক্রান্তির আগের দিন৷ বছরের শেষ ষষ্ঠী তিথি খুব গুরুত্বপূর্ণ৷
advertisement
2/10
এই তিথিতে দেবাদিদেব মহাদেব, দেবী নীলাবতী (মা দুর্গার এক রূপ), দেবী চণ্ডিকা এবং মা ষষ্ঠীর পুজো করা হয়৷ সন্তানের মঙ্গল কামনায় উপবাস করে ব্রতপালন করেন মায়েরা৷
advertisement
3/10
অনেক মা সন্তানের মঙ্গলকামনায় চৈত্রমাস জুড়েই নিরামিষ খান৷ অনেকে আবার শুধু সোমবার করে নিরামিষ আহার গ্রহণ করেন৷ সেটা না পারলে নীলষষ্ঠীর আগের দিন থেকে নিরামিষ খান ব্রত পালন পর্যন্ত৷
advertisement
4/10
নীলষষ্ঠী ব্রত পালন করা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত৷ তবে ব্রত পালন এবং নীলের বাতি প্রজ্বলনের আদর্শ সময় হল প্রদোষকাল বা সন্ধ্যাবেলা৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
5/10
যদি দেবাদিদেব মহাদেবের মাথায় গঙ্গাজল ঢালেন তাহলে তামার পাত্র ব্যবহার করুন৷ দুধ এবং পঞ্চামৃতর জন্য অবশ্যই নিন পিতলের পাত্র৷ কারণ তামার পাত্রে দুধ রাখা যায় না৷ পুজোয় কোনওরকম স্টিল বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না৷ তামা-পিতল ছাড়া পাথর, মাটি বা কাঠের পাত্র ব্যবহার করুন৷
advertisement
6/10
মহাদেবের ভোগে সব সময় সাদা জিনিস নিবেদন করুন৷ সাবু, মিষ্টান্ন, ক্ষীরের মতো জিনিস নিবেদন করুন তাঁর প্রসাদে৷
advertisement
7/10
আকন্দ এবং অপরাজিতা ফুলের মালা অবশ্যই মহাদেবকে অর্পণ করুন এই তিথিতে৷ এছাড়াও দিতে পারেন ধুতুরা, নাগকেশর এবং কলকে ফুল৷ লাল ফুল দেবেন না৷ সুগন্ধযুক্ত ফুলের ব্যবহারও এই পুজোয় নিষিদ্ধ৷
advertisement
8/10
নীলষষ্ঠী পুজোর থালায় ধুতুরাফল, বেলপাতা, দূর্বাঘাস, অখণ্ড আতপচাল রাখবেন৷ ৫টি গোটা ফল অবশ্যই দেবেন৷ তার মধ্যে একটি বৃন্তসমেত কাঁচা আম এবং বেল অবশ্যই দিন৷ সেইসঙ্গে বাকি তিনটে মরশুমি ফল রাখুন৷
advertisement
9/10
পুজোর থালায় রাখুন মধু এবং ঘি৷ মা ষষ্ঠীর পুজো যেহেতু, তাই অল্প একটু দইও রাখুন৷ চাইলে পান সুপারিও নিতে পারেন৷
advertisement
10/10
কালো তিলও অর্পণ করতে পারেন দেবাদিদেব মহাদেবকে৷ এছাড়াও কর্পূর এবং শ্বেতচন্দন অবশ্যই রাখুন পুজোর নিবেদনে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Neelsasthi Puja Rules: নীলষষ্ঠীর পুজোয় দিতেই হবে এই ২ ফল! ভুলেও দেবেন না এই ২ রকম ফুল! সন্তানের মঙ্গলে মহাদেবকে অর্পণ করুন এক বিশেষ কালো দানা