Neelsasthi Lucky Zodiac Signs: নীলষষ্ঠীতে ঘুরবে ভাগ্যের চাকা...! বিরল শুভযোগে কপাল খুলবে ৪ রাশির, শিবের কৃপায় অঢেল অর্থ, মিলবে সোনার খাজানা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Neelsasthi Lucky Zodiac Signs: নীলষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন, এই দিন বিশেষভাবে পুজো করা হয় ভোলেনাথের। জ্যোতিষ মতে, নীলষষ্ঠী এই দিনটি খুবই উল্লেখযোগ্য।
advertisement
1/7

বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ তেমনই একটি হল নীলষষ্ঠী৷ চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় নীলষষ্ঠী। নীলের এই ব্রত মায়েরা তাঁদের সন্তানের মঙ্গল কামনায় পালন করে থাকেন।
advertisement
2/7
নীলষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন, এই দিন বিশেষভাবে পুজো করা হয় ভোলেনাথের। জ্যোতিষ মতে, নীলষষ্ঠী এই দিনটি খুবই উল্লেখযোগ্য।
advertisement
3/7
নীলষষ্ঠীর পরই সোমবার, অর্থাৎ ১৪ এপ্রিল রাশি বদলাবে সূর্য। পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন সূর্যের রাশি পরিবর্তনের ফলে ভাগ্য খুলে যাবে এই ৪ রাশির জাতকদের। দেখে নিন আপনিও আছেন নাকি সেই তালিকায়৷
advertisement
4/7
মেষ রাশি: নীলষষ্ঠীতে আমূল ভাগ্য বদলে যাবে মেষ রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনও খুব মধুর হবে। সুখের জোয়ারে ভাসবেন৷
advertisement
5/7
মিথুন রাশি: মিথুন রাশির জাতকদের জন্য সময়টা ভাল যাবে। এই সময় বিপুল অর্থলাভের যোগ রয়েছে। কেরিয়ারে পদোন্নতি হতে পারে। সব দিক থেকে সাফল্য আসবে।
advertisement
6/7
বৃশ্চিক রাশি: নীলষষ্ঠীতে বৃশ্চিক রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসায়ীরা সব দিক থেকে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আয়- উন্নতি হবে। সব বাধা কেটে গিয়ে শান্তি ফিরে আসবে।
advertisement
7/7
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আচমকা কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা বিরাট লাভবান হবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Neelsasthi Lucky Zodiac Signs: নীলষষ্ঠীতে ঘুরবে ভাগ্যের চাকা...! বিরল শুভযোগে কপাল খুলবে ৪ রাশির, শিবের কৃপায় অঢেল অর্থ, মিলবে সোনার খাজানা