TRENDING:

Neelsasthi Vrat 2025: আগামিকাল নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গলে এই সময়ে প্রজ্বলন করুন নীলের বাতি! জানুন এই দীপ জ্বালানোর সঠিক নিয়ম

Last Updated:
Neelsasthi Vrat 2025: নীলষষ্ঠী ব্রতপালনে পুজো, উপবাসের পাশাপাশি নীলবাতি প্রজ্বলন করাও গুরুত্বপূর্ণ৷ আপনার যত জন সন্তান, ততগুলি বাতি প্রজ্বলন করুন৷ অথবা যাঁদের মঙ্গলকামনায় নীলষষ্ঠী করছেন, তাঁদের সকলের জন্য বাতি প্রজ্বলিত করুন
advertisement
1/6
আগামিকাল নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গলে এই সময়ে প্রজ্বলন করুন নীলের বাতি! জানুন সঠিক নিয়ম
চৈত্র অবসানে আসে নীলষষ্ঠী৷ সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্রমাসের শেষ দিনের আগের দিন পালিত হয় এই লৌকিক পার্বণ৷ সন্তানের মঙ্গলকামনায় উপবাস ও ব্রতপালন করেন মায়েরা৷
advertisement
2/6
এ বছর নীলষষ্ঠী পড়েছে ১৩ এপ্রিল, রবিবার৷ ষষ্ঠী তিথি না হলেও একে নীলষষ্ঠীই বলা হয়৷ কারণ দেবাদিদেব মহাদেবের পাশাপাশি দেবী নীলাবতীর পুজো করা হয়৷ মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে সন্তানের মঙ্গলকামনা করা হয়৷ বলছেন জ্যোতিষ বিশারদ কল্কি রাম৷
advertisement
3/6
নীলষষ্ঠী ব্রতপালনে পুজো, উপবাসের পাশাপাশি নীলবাতি প্রজ্বলন করাও গুরুত্বপূর্ণ৷ আপনার যত জন সন্তান, ততগুলি বাতি প্রজ্বলন করুন৷ অথবা যাঁদের মঙ্গলকামনায় নীলষষ্ঠী করছেন, তাঁদের সকলের জন্য বাতি প্রজ্বলিত করুন৷
advertisement
4/6
অনেকে নীলের বাতি হিসেবে মোমবাতি জ্বালান৷ চেষ্টা করুন মোমবাতির বদলে মাটির প্রদীপ প্রজ্বলন করতে৷ তাতে দিন গব্য ঘৃত৷ ঘি না থাকলে সর্ষের তেলও দিতে পারেন৷
advertisement
5/6
রবিবার ১৩ এপ্রিল প্রতিপদ তিথি আছে অহোরাত্র৷ দিনভরই পালন করতে পারবেন নীলষষ্ঠী ব্রত৷ তবে নীলের বাতি প্রজ্বলন করুন শুভ সময়ে৷
advertisement
6/6
সন্তানের মঙ্গলকামনায় এ বছর নীলের ঘরে বাতিদানের সবথেকে শুভ সময় হল সন্ধ্যা ৬.৪৯ থেকে সন্ধ্যা ৭.৩৩ মিনিট পর্যন্ত৷ মনে করা হয়, ওই নির্দিষ্ট সময়ে বাতিদান করলে সন্তানে মঙ্গল হবে এবং ব্রতপালনের সেরা শুভফল লাভ করবেন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Neelsasthi Vrat 2025: আগামিকাল নীলষষ্ঠীতে সন্তানের মঙ্গলে এই সময়ে প্রজ্বলন করুন নীলের বাতি! জানুন এই দীপ জ্বালানোর সঠিক নিয়ম
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল