TRENDING:

Neelsashthi 2023: এ বছর নীলষষ্ঠী ব্রত ও পুজো কবে? জানুন এই পুজোর দিনক্ষণ ও রীতি

Last Updated:
Neelsashthi 2023: সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয়৷
advertisement
1/7
এ বছর নীলষষ্ঠী ব্রত ও পুজো কবে? জানুন এই পুজোর দিনক্ষণ ও রীতি
বঙ্গজীবনের লৌকিক উৎসবের অন্যতম নীলষষ্ঠী ব্রত৷ সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয়৷ এরপর সংক্রান্তি, চড়কপুজো, গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ বরণের পালা৷
advertisement
2/7
চৈত্রমাসের বড় পার্বণ হল নীলষষ্ঠী পুজো৷ শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে বলা হয় নীলপুজো৷ প্রাচীন কাল থেকে রচিত হয়েছে নীলের গানও৷ নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন৷ তবে স্থানভেদে আচারে পার্থক্য দেখা যায়৷
advertisement
3/7
নীলকণ্ঠ বা শিবপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গলকামনায় প্রার্থনাও৷ সন্তানসন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম৷ সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীলষষ্ঠী পুজো বলে৷
advertisement
4/7
নীলষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন সন্তানের মায়েরা৷ দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন৷ তার পর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের কল্যাণকামনায়৷
advertisement
5/7
পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা৷ তবে এদিন ফল, সাবুমাখা খেয়েই ব্রতভঙ্গের রীতি প্রচলিত৷
advertisement
6/7
এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে বৃহস্পতিবার, ১৩ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Neelsashthi 2023: এ বছর নীলষষ্ঠী ব্রত ও পুজো কবে? জানুন এই পুজোর দিনক্ষণ ও রীতি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল