Neelsashthi Rituals : রাত পোহালেই নীলষষ্ঠী, জানুন সেই পুণ্যতিথিতে সন্তানের মঙ্গলকামনায় কী করবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Neelsashthi Rituals : সাধারণত সংক্রান্তির আগের দিন পালিত হয় এই অনুষ্ঠান। এর সঙ্গে জড়িয়ে আছে নীলের গান বা অষ্টক গান
advertisement
1/7

চৈত্রের শেষ লগ্নে অবশেষে দোরগোড়ায় নীলষষ্ঠী। বঙ্গজীবনে লৌকিক আচারের অন্যতম এই পার্বণ। সাধারণত সংক্রান্তির আগের দিন পালিত হয় এই অনুষ্ঠান। এর সঙ্গে জড়িয়ে আছে নীলের গান বা অষ্টক গান।
advertisement
2/7
এ বছর নীলষষ্ঠী পালিত হবে বৃহস্পতিবার, ১৩ এপ্রিল। সাধারণত সন্তানের কল্যাণকামনায় এই ব্রত পালন করেন মায়েরা। সারা দিন উপবাস রেখে বিকেলে শিবের মাথায় জল ঢেলে শোনেন ব্রতকথা। জ্বালানো হয় নীলের বাতি। তার পর সারাদিনের উপবাস ভঙ্গ করা হয়।
advertisement
3/7
আজ কিন্তু পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি নয়। কিন্তু চৈত্রের শিবপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে ষষ্ঠী ব্রত। মনে করা হয়. ঋতু পরিবর্তনের সময় সন্তানের মঙ্গলকামনায় পুজো দেওয়া হয় মা ষষ্ঠীকে। সেই থেকে এটা শিবপুজো আবার সন্তানের মঙ্গল কামনাতেও পুজো।
advertisement
4/7
নীলষষ্ঠী ব্রত পালনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত ব্রত পালন করা হয়। দুধ, গঙ্গাজল, মধু, নারকেল ইত্যাদির জল অর্পণ করা হয় দেবাদিদেব মহাদেবকে। শিবপুজোর অন্যতম অঙ্গ হিসেবে থাকে আকন্দফুল ও বিল্বপত্র।
advertisement
5/7
পুজোয় নিবেদন করা পাঁচটি ফলের মধ্যে একটি হতেই হবে শ্রীফল বা বেল। এর পর সন্ধ্যায় জ্বালানো হয় ঘিয়ের প্রদীপ বা মোমবাতি। যাকে বলা হয় নীলের বাতি।
advertisement
6/7
অনেকেই চৈত্রমাসে সন্ন্যাস ব্রত পালন করেন। সেই ব্রতর সমাপন ঘটে নীলষষ্ঠী উদযাপনে।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Neelsashthi Rituals : রাত পোহালেই নীলষষ্ঠী, জানুন সেই পুণ্যতিথিতে সন্তানের মঙ্গলকামনায় কী করবেন