TRENDING:

Durga Puja 2025: শুরু হয়েছে নবরাত্রি! 'এই' কদিন করুন বিশেষ পাঠ ও পুজো  

Last Updated:
Durga Puja 2025: আশ্বিন মাসের নবরাত্রি শারদীয়া নবরাত্রি নামেই পরিচিত। আর এই সময়েই কিন্তু দুর্গাপুজো পালিত হয়। এই সময়ে কোন কোন কাজ করা শুভ, জানুন...
advertisement
1/7
শুরু হয়েছে নবরাত্রি! এই কদিন করুন বিশেষ পাঠ ও পুজো 
*শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় নবরাত্রি। এই ন-দিন মা দুর্গার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। বলা হয়, যারা আচার, নিয়ম মেনে মা দুর্গার পুজো করেন, তাঁদের কোনও কাজেই জীবনে পিছিয়ে পড়তে হয় না। পিতৃপক্ষ শেষ করে আসে মাতৃপক্ষ।
advertisement
2/7
*আশ্বিন মাসের নবরাত্রি শারদীয়া নবরাত্রি নামেই পরিচিত। আর এই সময়েই কিন্তু দুর্গাপুজো পালিত হয়। এই সময়ে কোন কোন কাজ করা শুভ, জানুন।
advertisement
3/7
*এ সময় মা দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। এই পুজো করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় সপ্তসতী পাঠ করা হয়। এতে মানুষের কাজের ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। ব্যক্তি কাম, ক্রোধ, লোভ থেকে বেরিয়ে আসতে পারেন। এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।
advertisement
4/7
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ কোনও না কোনও সমস্যায় থাকেন। পারিবারিক বিবাদ থেকে শুরু করে সম্পত্তিগত বিবাদ কিংবা সন্তানের সঙ্গে অশান্তি বা কেরিয়ারে নানান সমস্যা আসবে। তা থেকে বের হতে দুর্গাপুজোর সময় দুর্গা সপ্তসতী পাঠ করুন। সেই সঙ্গে কঠোর পরিশ্রম করলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে।
advertisement
5/7
*এই সপ্তসতী পাঠ করলে আপনি কোনও কাজেই পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। দুর্গা সপ্তশতী নিয়মিত যদি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আর্থিক দিকে খুব লাভ হবে।
advertisement
6/7
*মা দুর্গার চল্লিশা পাঠ করুনঃ দুর্গাপুজোর সময় মা দুর্গার মূর্তি সামনে দাঁড়িয়ে নিত্যদিন এই চারদিন মা দুর্গার চল্লিশা পাঠ করুন। এতে আপনার পরিবারে যে সমস্যা ছিল তা থেকে বেরোতে পারবেন। ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে।
advertisement
7/7
*পান নিবেদন করুনঃ যদি আপনি আর্থিক দিকে খুব লাভ করতে চান, তাহলে এই দুর্গাপুজোর সময় মা দুর্গাকে নিত্যদিন একটি করে পান নিবেদন করুন। এতে মা দুর্গা প্রচন্ড খুশি হবেন। এতে আপনার জীবনে আটকে থাকা সব কাজও হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga Puja 2025: শুরু হয়েছে নবরাত্রি! 'এই' কদিন করুন বিশেষ পাঠ ও পুজো  
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল