TRENDING:

Astrology: ঠিক ২ দিনের অপেক্ষা...নভেম্বরের শেষ দিনেই শুক্র-বরুণের মহাসংযোগ! নবপঞ্চম যোগে গোল্ডেন টাইম শুরু হবে বৃষ-সহ ৩ রাশির

Last Updated:
Navapancham yog rashifal: শক্তিশালী নবপঞ্চম যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও এই যোগের কারণে লাভবান হতে চলেছে ৩ টি রাশির জাতক জাতিকারা৷ নভেম্বরের শেষ থেকেই কপাল খুলবে এই ৩ রাশির৷
advertisement
1/9
২ দিনের অপেক্ষা...নভেম্বরের শেষ দিনেই শুক্র-বরুণের মহাসংযোগ! গোল্ডেন টাইম বৃষ-সহ ৩ রাশির
গ্রহের স্থান পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় গোচর৷ এই গোচরের ফলে কখনও কখনও অবস্থানের নিরিখে একই দুই গ্রহের মিলনে তৈরি হয় বিশেষ যোগ৷ এই যোগের প্রভাব পড়ে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷ যোগের শুভ প্রভাবে খুলে যায় কপাল৷ কু-প্রভাবে জীবনে নেমে আসে অশান্তি৷
advertisement
2/9
সুখ ও প্রেমের গ্রহ শুক্র ৩০ নভেম্বর বরুণের সঙ্গে অত্যন্ত শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে। বৈদিক জ্যোতিষে যখন ৯ম ও ৫ম ভাবের অধিপতি গ্রহ একে অপরকে দৃষ্টি দেয়, তখন তাকে নবপঞ্চম যোগ বলা হয়।
advertisement
3/9
শক্তিশালী নবপঞ্চম যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও এই যোগের কারণে লাভবান হতে চলেছে ৩ টি রাশির জাতক জাতিকারা৷ নভেম্বরের শেষ থেকেই কপাল খুলবে এই ৩ রাশির৷
advertisement
4/9
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম যোগ শুভ হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। নির্ধারিত সময়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
advertisement
5/9
জীবনে ইতিবাচকতা বাড়বে এবং অবিবাহিতদের জীবনে প্রেমের আগমন ঘটতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
advertisement
6/9
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে৷ এই রাশির জাতক জাতিকারা বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে। চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/9
অর্থনৈতিক অবস্থায় অপ্রত্যাশিত উন্নতি হতে পারে। যদিও খরচ বাড়তে পারে। প্রেমজীবনে গভীরতা আসবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে।
advertisement
8/9
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য বরুণ ও শুক্রের নবপঞ্চম যোগ শুভ ফল দিতে পারে। জাতকদের সুখ বাড়তে পারে এবং অর্থলাভের পথ খুলে যেতে পারে।
advertisement
9/9
পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং কর্মজীবনে অগ্রগতির সুযোগ আসতে পারে। জাতক সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হবেন। সম্মান বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্ক গভীর হবে। জীবনে শান্তি বজায় থাকবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: ঠিক ২ দিনের অপেক্ষা...নভেম্বরের শেষ দিনেই শুক্র-বরুণের মহাসংযোগ! নবপঞ্চম যোগে গোল্ডেন টাইম শুরু হবে বৃষ-সহ ৩ রাশির
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল