Nautapa 2024: রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য, তাপ গায়ে লাগবে আগুনের মতো! এই ৯ দিন গরমে জ্বলে পুড়ে যাবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nautapa 2024 : NASA জানিয়েছে এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। গরমে সব শেষ হতে পারে! জেনে নিন বিশেষজ্ঞদের মত
advertisement
1/6

আসছে নওতাপ ২০২৪! সূর্যের তাপ গায়ে লাগবে এই সময় আগুনের মত! এমনই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা! জেনে নিন বিষদে ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। আর এর প্রভাব পড়বে সমগ্র পৃথিবীতে।
advertisement
3/6
সূর্য প্রতি বছর এই সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য।
advertisement
4/6
রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে।
advertisement
5/6
এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত। এই সময়টিতে সূর্যের তাপের তীব্রতা বৃদ্ধি পাবে অনেকটাই বেশি! সেই কারণে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলছেন চিকিৎসকেরাও।
advertisement
6/6
এই দিনগুলিতে সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ির বাইরে বিনা প্রয়োজনে বেরোতে না করছেন চিকিৎসকেরা। যতটা সম্ভব রোদ এড়িয়ে চলা ভাল বলে মনে করছেন তারা।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Nautapa 2024: রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য, তাপ গায়ে লাগবে আগুনের মতো! এই ৯ দিন গরমে জ্বলে পুড়ে যাবে