AI হয়ে উঠবে সর্বেসর্বা! ২০২৬ নিয়ে নোস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী চিন্তার কারণ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
২০২৫ সালের শেষ প্রহর ঘনিয়ে আসতেই এবং ২০২৬ শুরু হতে চলতেই নোস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো আবারও খবরের শিরোনামে উঠে এসেছে।
advertisement
1/9

২০২৫ সালে কুম্ভ মেলায় মেলায় পদপিষ্টের দুর্ঘটনা, পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং দিল্লির লালকেল্লা বিস্ফোরণের মতো বহু ঘটনা ঘটেছে। বিশ্ব দেখেছে ট্রাম্পের শুল্ক-যুদ্ধ এবং বিভিন্ন দেশের মধ্যে সংঘাত, যার প্রভাব পড়েছে গোটা বিশ্বের ওপর। ২০২৫ সালের শেষ প্রহর ঘনিয়ে আসতেই এবং ২০২৬ শুরু হতে চলতেই নোস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো আবারও খবরের শিরোনামে উঠে এসেছে।
advertisement
2/9
১৫'শ শতকে ফরাসি ভবিষ্যৎবক্তা নোস্ত্রাদামুস তাঁর বই “Les Propheties”-এ বহু ভবিষ্যদ্বাণী লিখেছিলেন, যা আজও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। রহস্যময় ও গূঢ় ভাষায় লেখা এই ভবিষ্যদ্বাণীগুলোর নানা ব্যাখ্যা পাওয়া যায়। তিনি সতর্ক করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে।
advertisement
3/9
নোস্ত্রাদামুস তাঁর বই “Les Propheties”-এ বিভিন্ন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মঙ্গলের এবং বিভিন্ন নক্ষত্রের সংযোগের ফলে মানবজীবনেও প্রভাব পড়বে।
advertisement
4/9
বৈদিক ক্যালেন্ডার এবং গ্রহের অবস্থান অনুযায়ী গ্রহের রাজা হতে চলেছেন বৃহস্পতি এবং মন্ত্রী হতে চলেছেন ২০২৬ সালের মঙ্গল। মঙ্গল যুদ্ধ-বিগ্রহ, আগুন এবং শৌর্যের দেবতা।
advertisement
5/9
একইসঙ্গে তিনটি নতুন দেশ শক্তি হিসাবে উঠে আসতে পারে। মূলত, দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত এবং চিন অন্যতম শক্তি হিসাবে উঠে আসতে পারে।একইসঙ্গে এই সময় আমেরিকার শক্তি কমবে। একইসঙ্গে ন্যাটোর সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব বাড়বে।
advertisement
6/9
নোস্ত্রাদামুস যদিও সরাসরি পারমাণবিক যুদ্ধের বিষয়ে কোনও কথা বললেন নি কিন্তু, অনেকেই মনে করছেন পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বহু বড় বড় দেশ।
advertisement
7/9
শুধু পারমাণবিক দেশ যুদ্ধই নয় সামরিক যুদ্ধ ছাড়াও তৃতীয় বহু দেশে সাইবার হানাও হতে পারে।
advertisement
8/9
নোস্ত্রাদামুস ছাড়াও, বাবা ভাঙ্গাও একই ধরনের ভবিষৎবাণী করেছিলেন। এই সময় এআইয়ের আধিপত্য বাড়বে বলে জানিয়েছিলেন তিনি। ভবিষ্যতে রোবটই বাড়ির যাবতীয় কাজকর্ম থেকে শিশুদের দেখাশোনা সবই করতে পারবে।
advertisement
9/9
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
AI হয়ে উঠবে সর্বেসর্বা! ২০২৬ নিয়ে নোস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী চিন্তার কারণ