Name with A: আপনার নাম ইংরেজিতে A দিয়ে শুরু? আপনার ব্যক্তিত্বে রয়েছে এক বিশেষ গুণ, জানুন আপনি কেমন মানুষ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Name with A: আপনার নাম কি ইংরেজির A দিয়ে শুরু? তাহলে জানুন আপনার চরিত্রের বিশেষ গুণ কী কী।
advertisement
1/10

জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস থাকলে নামের প্রথম অক্ষরের প্রভাব অনেক। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক অজানা কথা বুঝে যাওয়া সম্ভব।
advertisement
2/10
আপনার নাম কি ইংরেজির A দিয়ে শুরু? তাহলে জানুন আপনার চরিত্রের বিশেষ গুণ কী কী।
advertisement
3/10
আপনার নামের ইংরাজি বানানের প্রথম অক্ষর যদি A হয়ে থাকে, তা হলে আপনি কিন্তু ব্যতিক্রমী ভাবনার মানুষ। আপনার চিন্তাগুলি সবসময় ব্যতিক্রমী, সৃজনশীল ও মৌলিক।
advertisement
4/10
A দিয়ে শুরু হওয়া মানুষরা দুঃসাহসিক মনোভাবের। এটি তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাঁরা কৌতূহলী এবং খোলা মনের হন।
advertisement
5/10
নামের প্রথম অক্ষর যদি A হয়, তা হলে শাস্ত্র মতে আপনি একজন বাস্তববাদী, বুদ্ধিজীবী, স্মার্ট ও রসজ্ঞান সম্পন্ন মানুষ।
advertisement
6/10
আপনার মধুর ব্যবহারের জন্য লোকে আপনার প্রতি বিশেষ ভাবে আকর্ষিত হয়। প্রেমে পড়ে যেতে এক মুহূর্ত সময় লাগে না।
advertisement
7/10
তবে জীবনযাপনে আপনি নিয়মানুবর্তী। তাই আপনার দৈনন্দিন অভিজ্ঞতাগুলিকে আপনি ডায়েরির আকারে লিপিবদ্ধ করে রাখেন।
advertisement
8/10
A অক্ষর বিশিষ্ট নামের পুরুষেরা সাধারণত খুব কোমল হৃদয় যুক্ত শান্তশিষ্ট ও লক্ষ্মীমন্ত জীবনসঙ্গী পেয়ে থাকে। এরা প্রেমের প্রতি খুব যত্নশীল হয়ে থাকে।
advertisement
9/10
এরা নিজেকে যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে এবং একসঙ্গে সবাই মিলে কোনও কাজ করতে খুব পছন্দ করে।
advertisement
10/10
এছাড়া এরা প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী হয়ে থাকে। নতুন অভিজ্ঞতা পেতে এবং পৃথিবীর নানা জায়গা অন্বেষন করতে আগ্রহী হন তাঁরা। A দিয়ে নাম শুরু হওয়া মানুষেরা ভ্রমণ ভালবাসেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Name with A: আপনার নাম ইংরেজিতে A দিয়ে শুরু? আপনার ব্যক্তিত্বে রয়েছে এক বিশেষ গুণ, জানুন আপনি কেমন মানুষ