TRENDING:

Name Numerology Personality Check: বাংলায় 'স' ও 'শ' দিয়ে নাম শুরু মানুষেরা খুবই বুদ্ধিমান, আর কী কী চারিত্রিক গুণ তাঁদের?

Last Updated:
Name Numerology Personality Check: বাংলায় 'স' ও 'শ' দিয়ে যাঁদের নাম শুরু, নিউমেরোলজি অনুযায়ী তাঁরা খুবই বুদ্ধিমান হন বলা হয়। ইংরেজিতে 'স' ও 'শ' দিয়ে নাম S দিয়ে শুরু হয়। তাঁদের স্বভাবে আর কী কী গুণ থাকে জানেন?
advertisement
1/10
বাংলায় 'স' ও 'শ' দিয়ে নাম শুরু মানুষেরা খুবই বুদ্ধিমান, আর কী কী চারিত্রিক গুণ?
নামের প্রথম অক্ষরে লুকিয়ে থাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট। জ্যোতিষশাস্ত্রের নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব কেমন তা বিবেচনা করা হয়।
advertisement
2/10
বাংলায় 'স' ও 'শ' দিয়ে যাঁদের নাম শুরু, নিউমেরোলজি অনুযায়ী তাঁরা খুবই বুদ্ধিমান হন বলা হয়। ইংরেজিতে 'স' ও 'শ' দিয়ে নাম S দিয়ে শুরু হয়। তাঁদের স্বভাবে আর কী কী গুণ থাকে জানেন?
advertisement
3/10
সংখ্যাতত্ত্ব অনুসারে, এটি বিশ্বাস করা হয় যে S অক্ষরটি ১ সংখ্যার সমান। যাঁদের নাম S অক্ষর দিয়ে শুরু হয় তাঁরা জন্মগতভাবে নেতা হন এবং জীবনের প্রতিটি ক্ষত্রে সাফল্য অর্জন করেন।
advertisement
4/10
যাঁদের নাম S অক্ষর দিয়ে শুরু হয়, তাঁদের খুব অনুগত বলে মনে করা হয়। তাঁরা খুবই রোম্যান্টিক হন। দামি উপহার দেওয়ার চেয়ে তাঁদের আচরণ ও কাজের মাধ্যমে ভালবাসা ব্যক্ত করেন।
advertisement
5/10
জ্যোতিষশাস্ত্র বলছে, ‘S’ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সহানুভূতিশীল হন। এঁরা অন্যদের দুঃখ-কষ্ট বুঝতে, সহানুভূতি জানাতে, সম্পর্কে ভাল বোঝাপোড়া রাখতে সচেষ্ট থাকেন। এঁরা যে কাউকে সমস্যায় পড়তে দেখলেই সাহায্যের জন্য ছুটে যান।
advertisement
6/10
আর কেরিয়ারের বিষয়েও এঁরা খুবই ভাগ্যবান। এঁরা সর্বদা অর্থমূল্যকে বেশি গুরুত্ব দেন। তাই আর্থিক ভাবে এঁরা স্বাধীন ও লাভবান হন। ‘S’ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের জন্য রাজনীতি, ব্যবসা বা অভিনেয় ইত্যাদি পেশা সবচেয়ে ভাল। আর্থিক ভাবে লাভবান হওয়ার মূল্য এঁদের কাছে অনেক বেশি।
advertisement
7/10
মৌলিক গুণ-- ‘S’ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলে-মেয়েরা সাধারণত খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ হয়। যে কোনও মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন, প্রথমেই কারও দোষ-গুণ, ভালমন্দ বিচার করতে বসেন না এঁরা৷
advertisement
8/10
মানুষের মাঝখানে থেকে, তাঁদের সঙ্গে মিশে থাকতে পছন্দ করেন৷ এঁরা খুব ভাল শ্রোতা হন৷ ধৈর্য ধরে অন্যদের কথা শোনেন এবং তাঁদের সুপরামর্শ দেন৷ শুধু তাই নয়, তাঁদের আশপাশের মানুষ যাতে ভাল থাকেন, আরামে থাকেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই দিকেও নজর রাখেন এঁরা৷
advertisement
9/10
এঁরা শুধু প্রেম নয়, সব ধরনের সম্পর্ককেই সমান গুরুত্ব দেন এঁরা৷ অন্য মানুষের প্রতি তাঁদের এই ভালবাসা ও শ্রদ্ধার অনুভূতিও সহজে প্রকাশ করতে পারেন৷ জীবনসঙ্গীর প্রতি এঁরা প্রতিশ্রুতি বদ্ধ ও সৎ হন৷ সঙ্গীর প্রতি ভালবাসা ছাড়াও স্নেহের অনুভূতিও রাখেন৷
advertisement
10/10
তবে স বা শ আদ্যক্ষরের নামের ব্যক্তিদের একটি খুবই নেতিবাচক দিক রয়েছে। এঁরা পরিবর্তন পছন্দ করেন না৷ সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারেন না৷ এঁরা খুব জেদিও হন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Name Numerology Personality Check: বাংলায় 'স' ও 'শ' দিয়ে নাম শুরু মানুষেরা খুবই বুদ্ধিমান, আর কী কী চারিত্রিক গুণ তাঁদের?
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল