TRENDING:

Naihati Boro Maa Puja Timing: কালীপুজোয় নৈহাটিতে বড়মার পুজো দিতে যাবেন? ঠিক কখন শুরু পুজো, কখন অঞ্জলি, কখন বিসর্জন? জানুন নির্ঘণ্ট

Last Updated:
Naihati Boro Maa Puja Timing: কালীপুজোয় ৩১ অক্টোবর রাত ১১'টায় পুজোয় বসবেন পুরোহিত। রাত প্রায় ১'টা নাগাদ হবে অঞ্জলি। তারপর ভোগ প্রসাদ বিতরণ। প্রায় ৪ হাজার কিলো ভোগ করার ভাবনাচিন্তা করা হয়েছে।
advertisement
1/6
নৈহাটিতে বড়মার পুজো দিতে যাবেন? ঠিক কখন শুরু পুজো,কখন অঞ্জলি,কখন বিসর্জন? জানুন
*নৈহাটির বড় মা কালীর কালীপুজো অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। পুজো নেওয়ার জন্য কাউন্টার খুলবে ২৪ তারিখ থেকেই। ২৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত নেওয়া হবে মানসিক পুজো। ৩০ ও ৩১ তারিখ নেওয়া হবে ফল প্রসাদ, সন্দেশের পুজো।
advertisement
2/6
*কালীপুজোয় ৩১ তারিখ রাত ১১ টায় পুজোয় বসবেন পুরোহিত। রাত প্রায় ১'টা নাগাদ হবে অঞ্জলি। তারপর ভোগ প্রসাদ বিতরণ। এ বছর প্রায় ৪ হাজার কিলো ভোগ করার ভাবনাচিন্তা করা হয়েছে মন্দির কমিটির তরফে।
advertisement
3/6
*সন্দেশ প্রসাদের যে ভোগ বিতরণ হবে কুপনের মাধ্যমে, তা এবার করা হবে নৈহাটি মহেন্দ্র হাই স্কুল এবং পৌরসভার সামনে থেকে। ফলে আগের মত মন্দির সংলগ্ন কোনও জায়গা থেকেই আর তা দেওয়া হবে না।
advertisement
4/6
*ভিড় এড়াতে এবার এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ১০০ ভরি সোনা ও ২০০ কেজি রুপোর অলংকারে সেজে উঠবেন বড়মা।
advertisement
5/6
*দেবীর সুবিশাল মূর্তি ফুলের সাজে সেজে উঠবেন। বিসর্জনের পথে যাবে ভাইফোঁটার পরেরদিন অর্থাৎ ৪ তারিখ বিকেল চার'টেয়।
advertisement
6/6
*কালীপুজো উপলক্ষে মন্দির কমিটি ও প্রশাসনের তরফে মোতায়েন থাকবে বিশেষ নিরাপত্তা কর্মী। কোনওরকম কোনও সমস্যায় ভক্তরা পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তারা। অনুমান প্রতি বছরের মতো এ বছরও লক্ষাধিক ভক্তসমাগম ঘটবে বড়মার কাছে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Naihati Boro Maa Puja Timing: কালীপুজোয় নৈহাটিতে বড়মার পুজো দিতে যাবেন? ঠিক কখন শুরু পুজো, কখন অঞ্জলি, কখন বিসর্জন? জানুন নির্ঘণ্ট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল