TRENDING:

Nag Panchami Day : নাগ-নাগিনীর প্রেম তুমুল, নাগকে মারলে নাগিনীর বদলা ছোবল খেতে হয়!

Last Updated:
Nag Panchami Day : প্রচলিত ধারণা - যদি কেউ একটি সাপ বা নাগকে হত্যা করেন তবে মহিলা সাপ অর্থাৎ নাগিনী অবশ্যই তার প্রতিশোধ নেবে।
advertisement
1/8
নাগ-নাগিনীর প্রেম তুমুল, নাগকে মারলে নাগিনীর বদলা ছোবল খেতে হয়!
অস্ট্রেলিয়ার বিখ্যাত ভিক্টোরিয়া মিউজিয়ামে সবচেয়ে বেশি প্রজাতির সাপ রয়েছে।  সাপ সম্পর্কিত নানা প্রচলিত তত্ত্ব নিয়ে এইখানে রিসার্চ হয় । তারা নিজেদের গবেষণা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এদের ওয়েবসাইটের মাধ্যমে সাপ সম্পর্কিত পৌরাণিক কাহিনী এবং তাদের সত্যতা নিয়ে কথা  বলতে যাচ্ছি।
advertisement
2/8
প্রচলিত ধারণা - বাটিতে রাখা দুধ পান করে সাপ। আসল সত্যি - সারা পৃথিবীতে এই তত্ত্বে গভীর বিশ্বাস করা হয়। আসল বিষয়টি হ'ল সরীসৃপ দুগ্ধজাত দ্রব্য হজম করতে পারে না। তাই তারা দুধ খেতে খুব একটা ভালবাসে না৷  কিন্তু যদি সাপটি তৃষ্ণার্ত থাকে তাহলে  যে কোনও তরল কিছুই পান করতে পারে।
advertisement
3/8
প্রচলিত ধারণা - মাথা কেটে যাওয়ার পরেও একটি সাপ  সূর্যাস্ত পর্যন্ত বেঁচে থাকে। সত্য- এই মিথ বহু দেশে প্রচলিত রয়েছে কিন্তু তা সঠিক নয়। মাথা কেটে ফেলার পর সাপের শরীর কিছু সময়ের জন্য সচল থাকে, কিন্তু সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত যে বেঁচে থাকবে  এরকম কথার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷
advertisement
4/8
প্রচলিত ধারণা -  বিপদ দেখে মা সাপ বাচ্চাকে মুখে গিলে নিয়ে বাঁচায়। সত্য - অবশ্যই বিলুপ্ত গ্যাস্ট্রিক-ব্রুডিং ব্যাঙ এবং মুখের ব্রুডিং মাছ তাদের বাচ্চাদের গিলে ফেলে কিন্তু যদি একটি সাপ কাউকে গিলে ফেলে তবে তা সঙ্গে সঙ্গে তার পাকস্থলীর মধ্যে চলে যায়৷  সাপের পাচন রসের কারণে সঙ্গে সঙ্গেই সেটি  মারা যায়।
advertisement
5/8
প্রচলিত ধারণা - সাপ সবসময় জোড়ায় জোড়ায় চলাফেরা করে। সত্য - সাধারণত সঙ্গম এবং মিলনের সময় দুটি সাপ এক জায়গায় থাকে কিন্তু তারা একসঙ্গে হাঁটে না।যদি এরকম হয় তাহলে বড় সাপ সাধারণত ছোটটিকে মেরে খেয়ে ফেলে৷
advertisement
6/8
প্রচলিত ধারণা - যদি কেউ একটি সাপ বা নাগকে হত্যা করেন তবে মহিলা সাপ অর্থাৎ নাগিনী অবশ্যই তার প্রতিশোধ নেবে। সত্য - সাপেরা আদৌ সামাজিক জীব নয়,  তারা আক্রমণকারীকে চিনতেও পারে না এবং তাদের বুদ্ধি বা স্মৃতিশক্তিও তেমন প্রখর নয়। এই বিভ্রান্তি ছড়াতে বলিউডের ছবিগুলো অনেক অবদান রেখেছে।
advertisement
7/8
প্রচলিত ধারণা - সাপ বীণের সুরের তালে নাচে সত্য - সাপের কান বাইরের দিকে থাকে না কিন্তু অন্তঃকর্ণ থাকে, তবে তারা মাটি থেকে উৎপন্ন সামান্য কম্পন অনুভব করে।
advertisement
8/8
প্রচলিত ধারণা - সাপ মানেই বিষাক্ত সত্য - বিজ্ঞানগতভাবে সব সাপই বিষাক্ত, কিন্তু আদৌ সব সাপ বিষাক্ত নয়। যেসব ধরণের সাপ দেখা যায় তার  ৪০ শতাংশই বিষাক্ত নয়।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Nag Panchami Day : নাগ-নাগিনীর প্রেম তুমুল, নাগকে মারলে নাগিনীর বদলা ছোবল খেতে হয়!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল