TRENDING:

Nag Panchami 2023: কালসর্প দোষে জীবন নাজেহাল? শ্রাবণে তৈরি বিশেষ সংযোগ, আমূল আলোড়ন জীবনে

Last Updated:
এই বছর, নাগ পঞ্চমীর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পবিত্র শ্রাবণ মাসের সোমবারই পড়েছে নাগ পঞ্চমীর তিথি।
advertisement
1/5
কালসর্প দোষে জীবন নাজেহাল? শ্রাবণে তৈরি বিশেষ সংযোগ, আমূল আলোড়ন জীবনে
যাদের জন্মকুণ্ডলীতে কাল সর্প দোষ লেখা আছে তাদের নাগ পঞ্চমীর দিন পূজা করলে কাল সর্প দোষ থেকে মুক্তি মিলতে পারে। নাগ পঞ্চমীর গুরুত্ব অপরিসীম। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী পালিত হয়।
advertisement
2/5
এই বছর, নাগ পঞ্চমীর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পবিত্র শ্রাবণ মাসের সোমবারই পড়েছে নাগ পঞ্চমীর তিথি।
advertisement
3/5
বিশেষজ্ঞদের মতে, এই বছর নাগ পঞ্চমীতে একটি বিশেষ যোগ তৈরি করা হচ্ছে। ২১ অগাস্ট পবিত্র শ্রাবণ মাসের সোমবার। একই দিনে পালিত হবে নাগ পঞ্চমী। এই দিনে সর্প দেবতাকে লাউ ও দুধ নিবেদন করতে হবে। এছাড়াও, শিবলিঙ্গের উপর দুধ দিয়ে অভিষেক এবং বেলপত্র নিবেদন করলে সমস্ত ইচ্ছা পূরণ হবে। এতে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যাবে বলে মত।
advertisement
4/5
কোন সময় শুভ? শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমী। এই বছর পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২০শে অগাস্ট দুপুর ১২টা ২৩ মিনিট থেকে, যা চলবে পরের দিন অর্থাৎ ২১শে অগাস্ট সোমবার রাত ২টো ১২মিনিট পর্যন্ত। ২১শে আগস্ট পালিত হবে নাগ পঞ্চমী। আর পুজোর শুভ সময় সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।
advertisement
5/5
নাগ পঞ্চমী পূজা পদ্ধতি নাগ পঞ্চমীর দিন ভুল করেও জীবন্ত সাপকে দুধ দেবেন না। বরং সাপের তৈরি প্রতিমায় দুধ নিবেদন করুন। সেই সঙ্গে শিবের মাথায় দুধ দিয়ে অভিষেক করুন এবং বেলপাতা, শমী পাতা, ধতুরা ফুল নিবেদন করুন৷ এতে সমস্ত ঝামেলা থেকে মুক্তি মিলবে। নাগ পঞ্চমীর দিনে প্রধান পুজোর উপকরণ হল দুধ।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Nag Panchami 2023: কালসর্প দোষে জীবন নাজেহাল? শ্রাবণে তৈরি বিশেষ সংযোগ, আমূল আলোড়ন জীবনে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল