TRENDING:

Nag Panchami 2023: নাগপঞ্চমী কবে, কতক্ষণ? কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় জানুন

Last Updated:
Nag Panchami 2023: নাগদেবতার মূর্তির সামনে এদিন রাখা হয় দুধ, চন্দন, হলুদ ও সিঁদুর।
advertisement
1/7
নাগপঞ্চমী কবে, কতক্ষণ? কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় জানুন
শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী। পুরাণ মতে, নাগ লোক বা পাতাল থেকে সর্পকুল এদিন মর্তের মানুষকে আশীর্বাদ করেন। জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি, অভাব অনটন ঘোচাতে সাপেদের এই আশীর্বাদ অত্যন্ত পয়মন্ত বলে মনে করেন অনেকেই।
advertisement
2/7
এই বছরের ২১ অগাস্ট সোমবার সকাল ১২টা ১১ মিনিট থেকে শুরু হবে হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব। শেষ হবে পরের দিন, ২২ অগাস্ট, দুপুর ২টোয়। উদয়তিথির ভিত্তিতে এ বছর ২১ অগস্ট সোমবার পালিত হবে নাগ পঞ্চমী। এই উত্‍সবকে শ্রাবণ সোমব্রতও বলা হয়ে থাকে।
advertisement
3/7
নাগদেবতার মূর্তির সামনে এদিন রাখা হয় দুধ, চন্দন, হলুদ ও সিঁদুর। মূর্তির সামনে জ্বালানো হয় কর্পূরের প্রদীপ। পাঠ করা হয় নাগপঞ্চমী ব্রতকথা।
advertisement
4/7
নাগ পঞ্চমী উপলক্ষে, কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু প্রতিকার মেনে চললে, জীবনের সব সমস্যার সমাধান ঘটে বলে মনে করা হয়। এবছর নাগ পঞ্চমীর পুজোর শুভ সময় এবং কালসর্প দোষ থেকে মুক্তির উপায় জানুন
advertisement
5/7
ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে কালসর্প দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। তবে মাথায় রাখবেন যে শ্রীকৃষ্ণের এমন একটি মূর্তি বা ছবি রাখা উচিত, যে মূর্তির মাথায় ময়ূরের মুকুট থাকে।
advertisement
6/7
যদি কুন্ডলীতে কালসর্প দোষ থাকে ও আপনি এতে ভুগছেন, তাহলে এই বছর নাগ পঞ্চমীতে উজ্জয়িনীতে নাগচন্দ্রেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। এই মন্দিরটি বছরে মাত্র একদিন নাগ পঞ্চমীতেই খোলে। কথিত আছে এখানে পূজা ও দর্শন করলে কালসর্প দোষ দূর হয়।
advertisement
7/7
কালসর্প দোষ থেকে পরিত্রাণ পেতে, অমাবস্যা বা নাগ পঞ্চমীতে একজোড়া রৌপ্য সর্পের পূজা করুন। কালসর্প দোষ থেকে মুক্তির প্রার্থনা করতে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিতে পারেন। কালসর্প দোষের আতঙ্ক কেটে যেতে পারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Nag Panchami 2023: নাগপঞ্চমী কবে, কতক্ষণ? কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার উপায় জানুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল