মঙ্গল আর বৃহস্পতির নবপঞ্চম যোগ! আজ থেকেই বন্ধ ভাগ্যের তালা খুলবে তিন রাশির! কাদের জীবনে আসবে টাকার স্রোত? কাদের জীবনে কোটিপতি হওয়ার হাতছানি?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকেই মঙ্গল কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করতে শুরু করবে। এই সময় দেবগুরু বৃহস্পতি তুলা রাশিতে প্রবেশ করবেন। ফলে এই দুই রাশির যোগে মালামাল হবেন কিছু রাশির জাতক/জাতিকারা।
advertisement
1/6

বৈদিক জ্যোতিষ শাস্ত্রমতে গ্রহের সেনাপতি মঙ্গলকে নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই গ্রহ মোটামুটি ৪৫ দিন পর্যন্ত একটি রাশিতে বিরাজমান থাকে। এই সময় মঙ্গল কন্যা রাশিতে বিরাজমান রয়েছেন।
advertisement
2/6
এই প্রসঙ্গে, জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকেই মঙ্গল কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করতে শুরু করবে। এই সময় দেবগুরু বৃহস্পতি তুলা রাশিতে প্রবেশ করবেন। ফলে এই দুই রাশির যোগে মালামাল হবেন কিছু রাশির জাতক/জাতিকারা।
advertisement
3/6
মিথুন রাশিএই রাশির জাতক/জাতিকারা মঙ্গল-গুরুর সংযোগে নবপঞ্চম রাজযোগ তৈরি হতে চলেছে। এরফলে, কিছুক্ষেত্রে লাভ মিলতে পারে। এই রাশির আমদানিতে বৃদ্ধি হবে। একই সঙ্গে আর্থিক অবস্থা মজবুত হবে। সন্তানদের কষ্ট দূর হবে। এছাড়াও, এই সময় নতুন ব্যবসা শুরু হতে পারে। ফলে সেখানেও ভাল লাভ পাবেন।
advertisement
4/6
কুম্ভ রাশিএই রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল-গুরুর নবপঞ্চম রাজযোগ অত্যন্ত অনুকূল হতে চলেছে। এই সময় এই রাশির জাতক/জাতিকাদের জীবনে বিশেষ লাভ মিলবে। গুরু বৃহস্পতির দৃষ্টির কারণে শিক্ষা এবং কেরিয়ারে উন্নতির যোগ থাকবে। এছাড়াও এই সময় আপনার ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন।
advertisement
5/6
বৃষ রাশিএই রাশির জাতক/জাতিকাদের মঙ্গল এবং বৃহস্পতির ফলে বিপুল লাভ মিলতে চলেছে। ফলে এই সময় বিবাদ থেকে মুক্তি মিলবে। পরীক্ষায় ভাল ফল পাবেন। একই সঙ্গে এই সময় মানসিক শান্তি পাবেন। এই সময় সম্পদ প্রাপ্তি হতে চলেছে।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
মঙ্গল আর বৃহস্পতির নবপঞ্চম যোগ! আজ থেকেই বন্ধ ভাগ্যের তালা খুলবে তিন রাশির! কাদের জীবনে আসবে টাকার স্রোত? কাদের জীবনে কোটিপতি হওয়ার হাতছানি?