TRENDING:

Mouni Amavasya Astro Tips: মৌনী অমাবস্যায় মকর রাশিতে ত্রিবেণী যোগ, দেবগুরুর নবম দৃষ্টি, চার রাশিতে বাম্পার বদল

Last Updated:
Mouni Amavasya Astro Tips: মৌনী অমাবস্যাতে চার রাশির প্রভাব! ঘটবে বড় পরিবর্তন 
advertisement
1/5
মৌনী অমাবস্যায় মকর রাশিতে ত্রিবেণী যোগ,দেবগুরুর নবম দৃষ্টি,৪ রাশিতে বাম্পার
মৌনি অমাবস্যার দিন মকর রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধ গ্রহের যোগ হবে যার ফলে ত্রিবেণী যোগ তৈরি হবে। এই তিথিতে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে সূর্য, চন্দ্র এবং বুধ গ্রহকে দেখবেন যা নবপঞ্চম যোগ তৈরি করবে। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, চার রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে মৌনী অমাবস্যা।
advertisement
2/5
কর্কট রাশি: এই রাশির জাতকদের দাম্পত্য জীবনে সুখ থাকবে৷ ব্যবসা বৃদ্ধি হওয়ার পাশাপাশি বিদেশ যাত্রার-ও যোগ হবে। অন্যদিকে, বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসবে। বাড়িতে মাঙ্গলিকের কাজ হবে।
advertisement
3/5
কন্যা রাশি: সুদিন ফিরবে কন্যা রাশির। সন্তানের স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভাল থাকবে। ব্যবসায়ে বড় কিছু হতে পারে, যা বর্তমানে তো বটেই ভবিষ্যতেও লাভজনক হবে৷ নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের যোগ বাড়বে।
advertisement
4/5
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের উপর এই ত্রিবেণী যোগ দারুণ শুভ প্রভাব ফেলবে। অফিসে কাজের প্রশংসা পেতে পারেন৷ কর্মক্ষেত্রে দারুণ সাফল্যের মুখ দেখবেন। এই রাশির জাতকদের এই সময়ে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি বাড়বে ঝোঁক।
advertisement
5/5
মকর রাশি: শুভ প্রভাব পড়তে পড়বে মকর রাশি জাতকদের উপরেও। সমাজে মান-সম্মান বেড়ে যাবে কয়েকগুণ। ব্যক্তিগত জীবনে সুখবৃদ্ধি হতে পারে চোখে পড়ার মতো। ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসবে বটে তবে তা অবশ্যই ইতিবাচক হবে। এছাড়া যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তা কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা বৃদ্ধি হতে পারে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mouni Amavasya Astro Tips: মৌনী অমাবস্যায় মকর রাশিতে ত্রিবেণী যোগ, দেবগুরুর নবম দৃষ্টি, চার রাশিতে বাম্পার বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল